Ajker Patrika

কর্মস্থলফেরত পোশাককর্মীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ২৪
কর্মস্থলফেরত  পোশাককর্মীকে  ধর্ষণ, তরুণ  গ্রেপ্তার

নগরীর বায়েজিদে কর্মস্থল থেকে ফেরার পথে এক নারী পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ বায়েজিদের আরেফিন নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত আল আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারের বরাতে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার রাত সাড়ে আটটায় তারাগেট থেকে বের হয়ে ওই নারী পোশাকশ্রমিক মহানগর পাহাড় এলাকার বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তাঁকে একা পেয়ে আল আমিন মুখ চেপে ধরে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন।

পরে ওই নারী দৌড়ে তাঁর বাসায় পৌঁছে স্বজনদের ঘটনাটি জানান। একপর্যায়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে একটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত