সাইফুল আলম তুহিন, ত্রিশাল
ত্রিশালে করোনার কারণে দুই বছর ঈদ উদ্যাপনে ভাটা পড়লেও এবার জমজমাট ঈদবাজার। বিক্রি বেড়ে হয়েছে দ্বিগুণ। যদিও গরমের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যেও প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপণিবিতানে চলছে কেনাবেচা। তবে ক্রেতাদের অভিযোগ, আগের চেয়ে বেড়েছে সব ধরনের কাপড়ের দাম।
উপজেলার কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে, উপজেলার বিভিন্ন ফুটপাত ও বিপণিবিতানে ততই ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।
কয়েকজন দোকানি জানান, বিগত দুই বছর ব্যবসায় মন্দা গেছে। এবার বিক্রি ভালো। আগের থেকে বিক্রি কেমন বেড়েছে, এমন প্রশ্নে কয়েকজন ব্যবসায়ী জানান, এবার দোকানে বেশ ভালো বিক্রি হচ্ছে। অন্য বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে দ্বিগুণ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পৌর শহরের আনাচে-কানাচে নারী-পুরুষের ভিড়। মূল সড়ক থেকে শুরু করে মার্কেট, ফুটপাতসহ কোনো জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন।
স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদবাজারে আসা মতিন বলেন, ‘আগের দুই বছর অর্থাভাবে স্ত্রী-সন্তানকে তেমন কিছু কিনে দিতে পারিনি। এবার না দিলেই নয়। একটু কষ্ট হলেও তাদের নিয়ে এসেছি।’
স্কুলশিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘এবারের মতো লোকসমাগম মার্কেটে এর আগে কখনো দেখিনি। মানুষ নিজের পরিবার ও আত্মীয়স্বজনের জন্য মনভরে কেনাকাটা করছে।’
উপজেলার সানাউল্লাহ সুপার মার্কেটে ঈদবাজার করতে আসা তানজিনা আক্তার বলেন, ‘গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এবার রোজার শেষের দিকে শপিং করতে এসেছি। দু-এক দিনের মধ্যেই নিজের ও আত্মীয়স্বজনের জন্য শপিং শেষ করতে চাই।’
পৌর শহরের সানাউল্লাহ সুপার মার্কেটের ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘ক্রেতারা নিত্যনতুন ডিজাইনের পোশাক কিনছেন। বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন ডিজাইনের মেয়েদের সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিন্ট, জামদানি, কাতান শাড়িসহ থ্রিপিস, লং থ্রিপিস, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, ছিট কাপড়, গ্যাবার্ডিন-প্যান্ট, হাফশার্ট, ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে।’
ফজিলা প্লাজার দোকানি রিয়াদুল ইসলাম বলেন, ‘করোনার কারণে আগের দুই বছর ঈদে কেনাবেচা তেমন হয়নি। কিন্তু এবার রমজানের শুরু থেকেই বিক্রি বেড়েছে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আমরা জনগণের জানমাল রক্ষার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি।’
ত্রিশালে করোনার কারণে দুই বছর ঈদ উদ্যাপনে ভাটা পড়লেও এবার জমজমাট ঈদবাজার। বিক্রি বেড়ে হয়েছে দ্বিগুণ। যদিও গরমের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যেও প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপণিবিতানে চলছে কেনাবেচা। তবে ক্রেতাদের অভিযোগ, আগের চেয়ে বেড়েছে সব ধরনের কাপড়ের দাম।
উপজেলার কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে, উপজেলার বিভিন্ন ফুটপাত ও বিপণিবিতানে ততই ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।
কয়েকজন দোকানি জানান, বিগত দুই বছর ব্যবসায় মন্দা গেছে। এবার বিক্রি ভালো। আগের থেকে বিক্রি কেমন বেড়েছে, এমন প্রশ্নে কয়েকজন ব্যবসায়ী জানান, এবার দোকানে বেশ ভালো বিক্রি হচ্ছে। অন্য বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে দ্বিগুণ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পৌর শহরের আনাচে-কানাচে নারী-পুরুষের ভিড়। মূল সড়ক থেকে শুরু করে মার্কেট, ফুটপাতসহ কোনো জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন।
স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদবাজারে আসা মতিন বলেন, ‘আগের দুই বছর অর্থাভাবে স্ত্রী-সন্তানকে তেমন কিছু কিনে দিতে পারিনি। এবার না দিলেই নয়। একটু কষ্ট হলেও তাদের নিয়ে এসেছি।’
স্কুলশিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘এবারের মতো লোকসমাগম মার্কেটে এর আগে কখনো দেখিনি। মানুষ নিজের পরিবার ও আত্মীয়স্বজনের জন্য মনভরে কেনাকাটা করছে।’
উপজেলার সানাউল্লাহ সুপার মার্কেটে ঈদবাজার করতে আসা তানজিনা আক্তার বলেন, ‘গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এবার রোজার শেষের দিকে শপিং করতে এসেছি। দু-এক দিনের মধ্যেই নিজের ও আত্মীয়স্বজনের জন্য শপিং শেষ করতে চাই।’
পৌর শহরের সানাউল্লাহ সুপার মার্কেটের ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘ক্রেতারা নিত্যনতুন ডিজাইনের পোশাক কিনছেন। বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন ডিজাইনের মেয়েদের সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিন্ট, জামদানি, কাতান শাড়িসহ থ্রিপিস, লং থ্রিপিস, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, ছিট কাপড়, গ্যাবার্ডিন-প্যান্ট, হাফশার্ট, ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে।’
ফজিলা প্লাজার দোকানি রিয়াদুল ইসলাম বলেন, ‘করোনার কারণে আগের দুই বছর ঈদে কেনাবেচা তেমন হয়নি। কিন্তু এবার রমজানের শুরু থেকেই বিক্রি বেড়েছে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আমরা জনগণের জানমাল রক্ষার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে