Ajker Patrika

পড়াশোনার সঙ্গে চলছে মৌ চাষ

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৭
পড়াশোনার সঙ্গে চলছে মৌ চাষ

ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো করলেও চাকরির প্রতি কোনো ইচ্ছা ছিল না নাহিদ হোসেনের। তিনি ভাবতেন নিজেই একজন উদ্যোক্তা হবেন। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি নিজ এলাকায় শুরু করেন মৌমাছির খামার। এখন তিনি নিজে পড়াশোনা করার পাশাপাশি পরিবারে আর্থিক সহযোগিতা করতে পারেন।

উদ্যোক্তা নাহিদের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের বকুড়াল গ্রামে। তিনি ২০২১ সালে খামার করে মধু উৎপাদন শুরু করেন। তাঁর উৎপাদিত মধু কিনতে ক্রেতারা প্রতিদিন ভিড় করেন বাড়িতে। তিনি প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করেন।

নাহিদ জানান, তাঁর বাবা মারা যাওয়ার পর নিজ গ্রামে মৌমাছি চাষ শুরু করেন। এর আগে প্রশিক্ষণ নেন মৌ খামারের ওপর।

নাহিদ আরও জানান, টিউশনের জমানো সাত হাজার টাকায় কেনা দুটি মৌমাছির বাক্স দিয়ে তাঁর মৌ চাষের যাত্রা শুরু হলেও এখন তাঁর রয়েছে ১০ টিরও বেশি মৌ বাক্স। যা থেকে প্রতি মৌসুমে প্রতিটি বাক্স থেকে ৮ থেকে ১০ হাজার টাকার মধু পান তিনি।

গ্রামের সরিষা খেত, লিচু বাগান, কুমড়ার খেতের পাশে মৌমাছি চাষ করেন নাহিদ।

মৌমাছি দিয়ে মধু উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে নাহিদ বলেন, মৌমাছির বাক্স ফসলের মাঠে রেখে দিই। দিনের বেলা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে এবং প্রসেসিংয়ের মাধ্যমে সাত থেকে ১০ দিনের মধ্যে মধুতে পরিণত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত