জাহীদ রেজা নূর
২৩ মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে ১২ মার্চ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স ডিরেক্টরেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। পূর্বঘোষণা অনুযায়ী পাকিস্তান দিবসের খেতাব বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়।
পিকিংপন্থী ন্যাপের সেক্রেটারি জেনারেল সি আর আসলাম প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে আবেদন জানিয়ে বলেন, শেখ মুজিবুর রহমান জাতীয় পরিষদের অধিবেশনে অংশগ্রহণের ব্যাপারে যেসব পূর্বশর্ত উত্থাপন করেছেন, তা মেনে নিন।
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত ভুট্টোর তারবার্তাটি পরীক্ষাধীন থাকার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি পাঞ্জাব আওয়ামী লীগের নেতা খুরশিদ কর্তৃক শেখ সাহেবের জন্য প্রেসিডেন্টের একটি চিঠি বহন করে আনার সংবাদের সত্যতাও অস্বীকার করেন। রেডিওতে এই দুইটি অসত্য সংবাদ প্রচারে তিনি বিস্মিত হন। বিবৃতিতে তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে রেডিও মারফত দুটি অসত্য সংবাদ প্রচারিত হয়েছে।’
রেডিও পাকিস্তান করাচি কেন্দ্রের খ্যাতনামা বাংলা খবর পাঠক সরকার কবীর উদ্দিন আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানসংক্রান্ত খবরের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করার প্রতিবাদে রেডিও পাকিস্তান বর্জন করেন।
আগের কয়েক দিনের মতো এ দিনও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খানকে সক্রিয় দেখা যায়। ভুট্টোর ২৮ ফেব্রুয়ারির বক্তৃতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দোষ করা হলো লাহোরে এবং বুলেট ঘোষিত হলো ঢাকায়, এটা ভাগ্যের পরিহাস। আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানই একমাত্র লোক, যিনি এই সংকট মুহূর্তে জাতীয় অখণ্ডতা রক্ষা করতে পারেন।’
জাতীয় লীগ সভাপতি আতাউর রহমান খান এবং পাঞ্জাবের কামিলপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও কাউন্সিল মুসলিম লীগ নেতা পীর সাইফুদ্দিন পৃথক পৃথকভাবে আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর ধানমন্ডির বাসায় সাক্ষাৎ করেন।
এ দিন সকালে বগুড়া জেলার কয়েদিরা জেল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে ১৫ জন কয়েদি আহত হন। আহত কয়েদিদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটে। তবে ২৭ জন কয়েদি পালিয়ে যেতে সক্ষম হন। এর আগে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বরিশালেও জেল ভেঙে কয়েদিরা পালিয়ে গিয়েছিলেন।
এদিন রাতে বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শনিবার করাচি থেকে ঢাকা পৌঁছাবেন।
বিক্ষুব্ধ শিল্পী সমাজের এক সভায় স্বাধিকার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য একটি সুষ্ঠু কর্মসূচি গ্রহণ করা হয়। অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারু ও কারুশিল্পীদের এক সভায় স্বাধিকার আন্দোলনে বাংলার জনগণকে উদ্বুদ্ধ করে তোলার উদ্দেশ্যে সাইক্লোস্টাইল করা দেশাত্মবোধক ও সংগ্রামী স্কেচ বিতরণ, পোস্টার-ফেস্টুন প্রচার এবং পোস্টার-ফেস্টুনসহ মিছিলের আয়োজন করার কর্মসূচি গ্রহণ করা হয়।
গ্রন্থনা: জাহীদ রেজা নূর
২৩ মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে ১২ মার্চ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স ডিরেক্টরেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। পূর্বঘোষণা অনুযায়ী পাকিস্তান দিবসের খেতাব বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়।
পিকিংপন্থী ন্যাপের সেক্রেটারি জেনারেল সি আর আসলাম প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে আবেদন জানিয়ে বলেন, শেখ মুজিবুর রহমান জাতীয় পরিষদের অধিবেশনে অংশগ্রহণের ব্যাপারে যেসব পূর্বশর্ত উত্থাপন করেছেন, তা মেনে নিন।
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত ভুট্টোর তারবার্তাটি পরীক্ষাধীন থাকার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি পাঞ্জাব আওয়ামী লীগের নেতা খুরশিদ কর্তৃক শেখ সাহেবের জন্য প্রেসিডেন্টের একটি চিঠি বহন করে আনার সংবাদের সত্যতাও অস্বীকার করেন। রেডিওতে এই দুইটি অসত্য সংবাদ প্রচারে তিনি বিস্মিত হন। বিবৃতিতে তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে রেডিও মারফত দুটি অসত্য সংবাদ প্রচারিত হয়েছে।’
রেডিও পাকিস্তান করাচি কেন্দ্রের খ্যাতনামা বাংলা খবর পাঠক সরকার কবীর উদ্দিন আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানসংক্রান্ত খবরের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করার প্রতিবাদে রেডিও পাকিস্তান বর্জন করেন।
আগের কয়েক দিনের মতো এ দিনও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খানকে সক্রিয় দেখা যায়। ভুট্টোর ২৮ ফেব্রুয়ারির বক্তৃতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দোষ করা হলো লাহোরে এবং বুলেট ঘোষিত হলো ঢাকায়, এটা ভাগ্যের পরিহাস। আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানই একমাত্র লোক, যিনি এই সংকট মুহূর্তে জাতীয় অখণ্ডতা রক্ষা করতে পারেন।’
জাতীয় লীগ সভাপতি আতাউর রহমান খান এবং পাঞ্জাবের কামিলপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও কাউন্সিল মুসলিম লীগ নেতা পীর সাইফুদ্দিন পৃথক পৃথকভাবে আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর ধানমন্ডির বাসায় সাক্ষাৎ করেন।
এ দিন সকালে বগুড়া জেলার কয়েদিরা জেল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে ১৫ জন কয়েদি আহত হন। আহত কয়েদিদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটে। তবে ২৭ জন কয়েদি পালিয়ে যেতে সক্ষম হন। এর আগে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বরিশালেও জেল ভেঙে কয়েদিরা পালিয়ে গিয়েছিলেন।
এদিন রাতে বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শনিবার করাচি থেকে ঢাকা পৌঁছাবেন।
বিক্ষুব্ধ শিল্পী সমাজের এক সভায় স্বাধিকার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য একটি সুষ্ঠু কর্মসূচি গ্রহণ করা হয়। অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারু ও কারুশিল্পীদের এক সভায় স্বাধিকার আন্দোলনে বাংলার জনগণকে উদ্বুদ্ধ করে তোলার উদ্দেশ্যে সাইক্লোস্টাইল করা দেশাত্মবোধক ও সংগ্রামী স্কেচ বিতরণ, পোস্টার-ফেস্টুন প্রচার এবং পোস্টার-ফেস্টুনসহ মিছিলের আয়োজন করার কর্মসূচি গ্রহণ করা হয়।
গ্রন্থনা: জাহীদ রেজা নূর
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪