ওমানে ক্যাম্পের শুরুতে নেই সাকিব–ফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭: ২৪
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫৭

এই মুহূর্তে ঘরের মাঠে ব্যক্তিগতভাবে প্রস্তুতি সারছেন মাহমুদউল্লাহরা। তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তুতি পর্ব শুরু অবশ্য ওমানে।

ওমানের প্রস্তুতি সামনে রেখে আগামী ৩ অক্টোবর রাতে মাসকাটে চলে যাবে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বে বাংলাদেশ দলের সফরসূচি জানিয়েছে বিসিবি। ২ অক্টোবর করোনা পরীক্ষার পর বাসায় কোয়ারেন্টিন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় ওমানের মাসকাটে রওনা দেবে মাহমুদউল্লাহর দল। ওমানে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিন করবেন ক্রিকেটাররা। ৫ অক্টোবর মাসকাটে শুরু অনুশীলন। ওমানে কন্ডিশনিং ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান থাকছেন না। দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে। আইপিএল খেলতে তাঁরা বিসিবি থেকে ছুটি পেয়েছে ৭ অক্টোবর পর্যন্ত।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন একেবারে আরব আমিরাতেই। টানা চার দিন ওমানের কন্ডিশনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে এক দিনের রুম কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন সারবে বাংলাদেশ দল। যেহেতু এই মুহূর্তে বায়ো-বাবলে আছেন সাকিব-মোস্তাফিজ, আমিরাতে আরেকটি বায়ো-বাবলে যোগ দিতে কোনো সমস্যা নেই তাঁদের।

১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর। দুটি ম্যাচই শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন সাকিব-মুশফিকরা। বাছাইপর্ব উতরে ২২ অক্টোবর মূল পর্বে খেলতে ফের আমিরাতে যাবে বাংলাদেশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত