ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় আড়াই বছর আগে। এক বছর মেয়াদের ওই কমিটি ৯ বছর পার করেছিল। সম্প্রতি কেন্দ্রীয় সংসদ নতুন কমিটির আহ্বানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ১০৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজন সাবেক নেতা-কর্মী রয়েছেন, যাঁদের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগেই। এমনকি তাঁদের মধ্যে মামলার আসামি, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, মাদকসেবন ও বিভিন্ন মামলার আসামিও রয়েছেন।
জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগ ৮ ফেব্রুয়ারি পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে। এরপর থেকেই শুরু নতুন কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়। বলয়ভিত্তিক আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কমিটিতে সভাপতি পদে পদপ্রত্যাশী সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান। তিনি ছাত্রজীবন শেষ করেছেন ২০১৮ সালে এবং ছাত্রত্ব দেখাতে ভর্তিও হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে। ছাত্রলীগে অনুপ্রবেশসহ রাতের আঁধারে প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন খাল-পুকুর সেচে মাছ বিক্রি করা থেকে শুরু করে নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২০৯/এ নম্বর কক্ষে থাকছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, ‘কমিটি ঘোষণার সময় হওয়ায় এসব মিথ্যা, বানোয়াট অভিযোগ তুলেছে প্রতিপক্ষ। আমি আইআইসিটির অধীনে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপলিকেশন কোর্সে ভর্তি আছি।’
আগের কমিটির উপদপ্তর সম্পাদক ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সজিবুর রহমানও নেতৃত্বের দৌড়ে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ৪২৯ নম্বর কক্ষে থাকেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সেবনসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় টেন্ডারের টাকার ভাগাভাগি নিয়ে সাবেক সাধারণ সম্পাদক ইমরান খানের সঙ্গে সজিবের আলোচনার একটি অডিও রেকর্ড সেই সময়ে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
সব অভিযোগ অস্বীকার করে সজিবুর রহমান বলেন, ‘অনার্সে স্টাডি বিরতি ছিল। বর্তমানে মাস্টার্স করছি। অডিওতে তো আমার কথা কিছু ছিল না। তখন তো আমি কর্মী ছিলাম।’
অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন শাহ। তিনিও নতুন কমিটিতে পদপ্রত্যাশী। পড়াশোনা শেষ করেছেন ২০২১ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০১৯ নম্বর কক্ষে থাকছেন তিনি। ২০২২ সালে উপাচার্যবিরোধী আন্দোলনের পর থেকে ছাত্ররাজনীতিতে বেশ সরব হয়েছেন মামুন। বর্তমানে একটি গ্রুপ পরিচালনা করছেন। মাদক সেবন করে ছাত্রফ্রন্টের কর্মীকে মারধর, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ছাত্রত্ব আছে দাবি করে মামুন শাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ৬-১২ মাসের বিভিন্ন কোর্স রয়েছে। সেগুলো করে (ছাত্রত্ব) কনটিনিউ (অব্যাহত) রাখছি। তবে আমি নিষ্ক্রিয় নই, পারিবারিক কাজে ছিলাম। ছাত্রফ্রন্টের কর্মীকে মারধরের সময় ঘটনাস্থলে ছিলাম না।’
পদপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং রাজীব সরকার নামের এক ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে বহিষ্কৃত সুমন মিয়া।গত বছর শুরুর দিকে ছাত্রত্ব শেষ হলেও তিনি শাহপরান হলের ৪২০ নম্বর কক্ষে থাকছেন। সুমন মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির অধীনে একটি কোর্স করছি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ‘যাঁরা ক্যাম্পাসে সুশিক্ষার পরিবেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারবেন, তাঁদের নেতৃত্বে আনা হবে। অছাত্র ও বিতর্কিত কেউ কমিটিতে স্থান পাবেন না। কমিটি না থাকায় সম্মেলন হবে না।’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় আড়াই বছর আগে। এক বছর মেয়াদের ওই কমিটি ৯ বছর পার করেছিল। সম্প্রতি কেন্দ্রীয় সংসদ নতুন কমিটির আহ্বানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ১০৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজন সাবেক নেতা-কর্মী রয়েছেন, যাঁদের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগেই। এমনকি তাঁদের মধ্যে মামলার আসামি, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, মাদকসেবন ও বিভিন্ন মামলার আসামিও রয়েছেন।
জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগ ৮ ফেব্রুয়ারি পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে। এরপর থেকেই শুরু নতুন কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়। বলয়ভিত্তিক আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কমিটিতে সভাপতি পদে পদপ্রত্যাশী সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান। তিনি ছাত্রজীবন শেষ করেছেন ২০১৮ সালে এবং ছাত্রত্ব দেখাতে ভর্তিও হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে। ছাত্রলীগে অনুপ্রবেশসহ রাতের আঁধারে প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন খাল-পুকুর সেচে মাছ বিক্রি করা থেকে শুরু করে নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২০৯/এ নম্বর কক্ষে থাকছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, ‘কমিটি ঘোষণার সময় হওয়ায় এসব মিথ্যা, বানোয়াট অভিযোগ তুলেছে প্রতিপক্ষ। আমি আইআইসিটির অধীনে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপলিকেশন কোর্সে ভর্তি আছি।’
আগের কমিটির উপদপ্তর সম্পাদক ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সজিবুর রহমানও নেতৃত্বের দৌড়ে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ৪২৯ নম্বর কক্ষে থাকেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সেবনসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় টেন্ডারের টাকার ভাগাভাগি নিয়ে সাবেক সাধারণ সম্পাদক ইমরান খানের সঙ্গে সজিবের আলোচনার একটি অডিও রেকর্ড সেই সময়ে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
সব অভিযোগ অস্বীকার করে সজিবুর রহমান বলেন, ‘অনার্সে স্টাডি বিরতি ছিল। বর্তমানে মাস্টার্স করছি। অডিওতে তো আমার কথা কিছু ছিল না। তখন তো আমি কর্মী ছিলাম।’
অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন শাহ। তিনিও নতুন কমিটিতে পদপ্রত্যাশী। পড়াশোনা শেষ করেছেন ২০২১ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০১৯ নম্বর কক্ষে থাকছেন তিনি। ২০২২ সালে উপাচার্যবিরোধী আন্দোলনের পর থেকে ছাত্ররাজনীতিতে বেশ সরব হয়েছেন মামুন। বর্তমানে একটি গ্রুপ পরিচালনা করছেন। মাদক সেবন করে ছাত্রফ্রন্টের কর্মীকে মারধর, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ছাত্রত্ব আছে দাবি করে মামুন শাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ৬-১২ মাসের বিভিন্ন কোর্স রয়েছে। সেগুলো করে (ছাত্রত্ব) কনটিনিউ (অব্যাহত) রাখছি। তবে আমি নিষ্ক্রিয় নই, পারিবারিক কাজে ছিলাম। ছাত্রফ্রন্টের কর্মীকে মারধরের সময় ঘটনাস্থলে ছিলাম না।’
পদপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং রাজীব সরকার নামের এক ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে বহিষ্কৃত সুমন মিয়া।গত বছর শুরুর দিকে ছাত্রত্ব শেষ হলেও তিনি শাহপরান হলের ৪২০ নম্বর কক্ষে থাকছেন। সুমন মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির অধীনে একটি কোর্স করছি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ‘যাঁরা ক্যাম্পাসে সুশিক্ষার পরিবেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারবেন, তাঁদের নেতৃত্বে আনা হবে। অছাত্র ও বিতর্কিত কেউ কমিটিতে স্থান পাবেন না। কমিটি না থাকায় সম্মেলন হবে না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে