কোটি ভিউয়ের হাফ সেঞ্চুরি, উচ্ছ্বসিত তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৮: ৪২
Thumbnail image

ইউটিউবের প্রচলন হওয়ার পর থেকে নাটকের হিসাবটাই পাল্টে গেছে। নাটক এখন আর শুধু টেলিভিশনে আটকে নেই। ইউটিউবেও দিনকে দিন বাড়ছে নাটকের দর্শক। তাই অনলাইনে বাড়ছে নাটকের ভিউয়ের গুরুত্ব। ভিউয়ের হিসাবে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাঁর অভিনীত ৫০টি নাটকের ভিউর সংখ্যা কোটি ছাড়িয়েছে। দেশের দ্বিতীয় অভিনেত্রী হিসেবে এ কৃতি গড়লেন তিনি। এর আগে শুধু মেহজাবীন চৌধুরীর ছিল এ অর্জন।

সর্বশেষ তানজিন তিশার ‘কঞ্জুস ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ২’ নাটক দুটি কোটির ক্লাবে প্রবেশ করে। সব মিলিয়ে কোটি ভিউ অতিক্রম করা তিশার নাটকের সংখ্যা এখন ৫১টি। তিশার কোটি ভিউয়ের অন্য কাজগুলো হলো ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘দি এন্ড’, ‘হঠাৎ দেখা’,  ‘নয় অভিনয়’, ‘কঞ্জুস’, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘এক মুঠো প্রেম’, ‘হ্যালো শুনছেন?’, ‘আনটোল্ড লাভস্টোরি’ ইত্যাদি।

পারিবারিক কাজে তিশা এখন রয়েছেন গ্রামের বাড়ি শরীয়তপুরে। সেখান থেকেই আজকের পত্রিকাকে জানালেন, দর্শকের এমন ভালোবাসায় উচ্ছ্বাসিত তিনি। তিশা বলেন, ‘এমন খবর শোনার পর আমি ভীষণ উচ্ছ্বাসিত। খুব ভালো লাগছে যে আমার এত কাজ কোটি দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তাঁরা সেগুলো পছন্দ করেছেন।’

তিশা আরও বলেন, ‘ভিউ মানে কাজটি কতজন দেখেছে। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তাঁদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’

তবে কাজ করার আগে ভিউ নয়, মান নিয়ে চিন্তা করেন তিশা। তাঁর ভাষ্য, ‘ভিউ আর মান দুটো আলাদা বিষয়। কাজ চূড়ান্ত করার আগে মানটা আগে খতিয়ে দেখি। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজ করতে চাই।’

এবার ঈদে মোট ৫টি নাটকে অভিনয় করেছেন তিশা। প্রতিটি নাটকেই গল্প ও চরিত্রে ভিন্নতা আছে বলে জানান তিনি। ‘পুতুলের সংসার’, ‘শরবত’, ‘আই অ্যাম ডিভোর্সড’, ‘কঞ্জুস ২’ ও ‘এভাবেও ভালোবাসা যায়’ নাটকগুলোতে পরিণত এক তিশাকেই খুঁজে পেয়েছেন দর্শক। নাটকগুলো নিয়ে দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন তিশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত