উবায়দুল্লাহ বাদল, ঢাকা
পদ না থাকলেও প্রশাসনে নতুন করে আরও অন্তত ২০০ কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেতে যাচ্ছেন। এই পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ২২তম বিসিএসের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ জন্য ২২তম ব্যাচের ২৪৫ জন, ইকোনমিক ক্যাডার থেকে একীভূত হওয়া ৩৯ জন, আগে বঞ্চিত ১০০ কর্মকর্তাসহ পদোন্নতিযোগ্য অন্তত ৪৫০ কর্মকর্তার কর্মজীবনের সব নথি যাচাই-বাছাই শেষ করেছে পদোন্নতির জন্য সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। তাঁদের মধ্যে অন্তত ২০০ কর্মকর্তা পদোন্নতি পেতে পারেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া গেছে।
সূত্রমতে, সব ঠিক থাকলে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ-কালের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যুগ্ম সচিব পদে শিগগিরই পদোন্নতি হবে। এসএসবির সভাও শেষ হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম সচিবের ৩৩২টি পদে কর্মরত আছেন দ্বিগুণের বেশি অর্থাৎ ৭২৫ কর্মকর্তা। বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তারা ২০১৭ সালের ২৩ এপ্রিল উপসচিব হিসেবে পদোন্নতি পান। সে হিসেবে তাঁরা ছয় বছর ধরে এ পদে দায়িত্ব পালন করে যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতির বিষয়সহ ছাত্রজীবন থেকে শুরু করে চাকরিজীবনের যাবতীয় তথ্য-উপাত্ত এবং স্বজনদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ইতিমধ্যে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। বৈঠকের পরই এ-সংক্রান্ত সারসংক্ষেপে সই করতে পারেন প্রধানমন্ত্রী। ওই কর্মকর্তারা আরও জানান, যুগ্ম সচিবের নিয়মিত পদের চেয়ে এমনিতেই প্রায় ৪০০ কর্মকর্তা বেশি। বর্তমানে অর্ধেকেরই বেশি যুগ্ম সচিব উপসচিবের দপ্তরেই কাজ করে যাচ্ছেন। নতুন করে আরও দুই শতাধিক কর্মকর্তা যুগ্ম সচিব হলে তাঁদেরও একই দপ্তরে আগের পদের কাজই করতে হবে।
পদ না থাকলেও প্রশাসনে নতুন করে আরও অন্তত ২০০ কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেতে যাচ্ছেন। এই পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ২২তম বিসিএসের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ জন্য ২২তম ব্যাচের ২৪৫ জন, ইকোনমিক ক্যাডার থেকে একীভূত হওয়া ৩৯ জন, আগে বঞ্চিত ১০০ কর্মকর্তাসহ পদোন্নতিযোগ্য অন্তত ৪৫০ কর্মকর্তার কর্মজীবনের সব নথি যাচাই-বাছাই শেষ করেছে পদোন্নতির জন্য সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। তাঁদের মধ্যে অন্তত ২০০ কর্মকর্তা পদোন্নতি পেতে পারেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আভাস পাওয়া গেছে।
সূত্রমতে, সব ঠিক থাকলে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ-কালের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যুগ্ম সচিব পদে শিগগিরই পদোন্নতি হবে। এসএসবির সভাও শেষ হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম সচিবের ৩৩২টি পদে কর্মরত আছেন দ্বিগুণের বেশি অর্থাৎ ৭২৫ কর্মকর্তা। বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তারা ২০১৭ সালের ২৩ এপ্রিল উপসচিব হিসেবে পদোন্নতি পান। সে হিসেবে তাঁরা ছয় বছর ধরে এ পদে দায়িত্ব পালন করে যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতির বিষয়সহ ছাত্রজীবন থেকে শুরু করে চাকরিজীবনের যাবতীয় তথ্য-উপাত্ত এবং স্বজনদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ইতিমধ্যে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। বৈঠকের পরই এ-সংক্রান্ত সারসংক্ষেপে সই করতে পারেন প্রধানমন্ত্রী। ওই কর্মকর্তারা আরও জানান, যুগ্ম সচিবের নিয়মিত পদের চেয়ে এমনিতেই প্রায় ৪০০ কর্মকর্তা বেশি। বর্তমানে অর্ধেকেরই বেশি যুগ্ম সচিব উপসচিবের দপ্তরেই কাজ করে যাচ্ছেন। নতুন করে আরও দুই শতাধিক কর্মকর্তা যুগ্ম সচিব হলে তাঁদেরও একই দপ্তরে আগের পদের কাজই করতে হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩২ মিনিট আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে