মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় চার বন্ধুর মধ্যে মারধরের ঘটনার আপস নিষ্পত্তির কাগজ থানায় জমা দিতে গেলে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে ২ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনকে ৫ হাজার টাকা দিয়ে রক্ষা পান তিনি।
ওই ব্যক্তির নাম উজ্জ্বল হোসেন (৪০)। তিনি উপজেলা সদরের বড়পই এলাকার বাসিন্দা। অভিযুক্ত অপর তিন বন্ধু হলেন, কামারকুড়ি গ্রামের হাসমত আলী, বিজয়পুর গ্রামের হামিদুর রহমান ও সুজন আলী।
অভিযোগকারী ব্যক্তির নাম হাফেজ উদ্দিন। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল ফোনে গান বাজানোকে কেন্দ্র করে ৯ জুলাই রাতে উপজেলার বড়পই গ্রামের রাস্তায় চার বন্ধুর মধ্যে মারামারি হয়। ঘটনায় হাফেজ উদ্দিন নামের এক বন্ধু অপর তিন বন্ধুর বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মান্দা থানার এসআই জাহিদ হোসেনকে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।
উজ্জ্বল হোসেন বলেন, গত শুক্রবার বেলা ১২টার দিকে আপসের কাগজ নিয়ে বাদী ও সাক্ষীসহ চারজন থানায় যান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু এসআই জাহিদ হোসেন তাঁর কক্ষে ডেকে নিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করার তিনি তাঁকে হাতকড়া পরিয়ে দেন। এভাবে তাঁর কক্ষে তাঁকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে ৫ হাজার টাকার বিনিময়ে হাতকড়া খুলে দেন এসআই জাহিদ।
অভিযোগকারী হাফেজ উদ্দিন বলেন, আপস নিষ্পত্তির কাগজ জমা দিতে গিয়ে বন্ধু উজ্জ্বলকে হাতকড়া লাগানোর পর ভয়ে তাঁরা থানা থেকে পালিয়ে যান।
উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুল ইসলাম পাশা বলেন, উভয় পক্ষ আপস নিষ্পত্তির কাগজ থানায় জমা দিতে যান। এ সময় উজ্জ্বলকে হাতকড়া পরিয়ে দুই ঘণ্টা আটকে রাখা হয়। টাকার বিনিময়ে ছাড়া হয় তাঁকে।
যদিও মান্দা থানার এসআই জাহিদ হোসেন টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি খারাপ হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।
নওগাঁর মান্দায় চার বন্ধুর মধ্যে মারধরের ঘটনার আপস নিষ্পত্তির কাগজ থানায় জমা দিতে গেলে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে ২ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনকে ৫ হাজার টাকা দিয়ে রক্ষা পান তিনি।
ওই ব্যক্তির নাম উজ্জ্বল হোসেন (৪০)। তিনি উপজেলা সদরের বড়পই এলাকার বাসিন্দা। অভিযুক্ত অপর তিন বন্ধু হলেন, কামারকুড়ি গ্রামের হাসমত আলী, বিজয়পুর গ্রামের হামিদুর রহমান ও সুজন আলী।
অভিযোগকারী ব্যক্তির নাম হাফেজ উদ্দিন। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল ফোনে গান বাজানোকে কেন্দ্র করে ৯ জুলাই রাতে উপজেলার বড়পই গ্রামের রাস্তায় চার বন্ধুর মধ্যে মারামারি হয়। ঘটনায় হাফেজ উদ্দিন নামের এক বন্ধু অপর তিন বন্ধুর বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মান্দা থানার এসআই জাহিদ হোসেনকে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।
উজ্জ্বল হোসেন বলেন, গত শুক্রবার বেলা ১২টার দিকে আপসের কাগজ নিয়ে বাদী ও সাক্ষীসহ চারজন থানায় যান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু এসআই জাহিদ হোসেন তাঁর কক্ষে ডেকে নিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করার তিনি তাঁকে হাতকড়া পরিয়ে দেন। এভাবে তাঁর কক্ষে তাঁকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে ৫ হাজার টাকার বিনিময়ে হাতকড়া খুলে দেন এসআই জাহিদ।
অভিযোগকারী হাফেজ উদ্দিন বলেন, আপস নিষ্পত্তির কাগজ জমা দিতে গিয়ে বন্ধু উজ্জ্বলকে হাতকড়া লাগানোর পর ভয়ে তাঁরা থানা থেকে পালিয়ে যান।
উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুল ইসলাম পাশা বলেন, উভয় পক্ষ আপস নিষ্পত্তির কাগজ থানায় জমা দিতে যান। এ সময় উজ্জ্বলকে হাতকড়া পরিয়ে দুই ঘণ্টা আটকে রাখা হয়। টাকার বিনিময়ে ছাড়া হয় তাঁকে।
যদিও মান্দা থানার এসআই জাহিদ হোসেন টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি খারাপ হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে