Ajker Patrika

সাকিবকে নিয়ে চিন্তায় রংপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২: ১৯
সাকিবকে নিয়ে চিন্তায় রংপুর

চোখের সমস্যা নিয়ে গতকাল সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণ নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ থেকে এই সমস্যায় ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক। বিসিবি সূত্র জানিয়েছে, গতকাল সিঙ্গাপুরে চোখের  তিনটি পরীক্ষা হয়েছে এই অলরাউন্ডারের।

বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সাকিবের অস্ত্রোপচার নাকি অন্য কোনো চিকিৎসায় সমাধান হবে, সেটি আজই জানা যাবে। এদিকে সাকিবকে নিয়ে চিন্তায় বিপিএলে তাঁর দল রংপুর রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডার কবে মাঠে ফিরবেন, সেটি চিকিৎসার ধরনের ওপর নির্ভর করছে।

সাকিবের চিকিৎসার ব্যাপারটি পুরোপুরি বিসিবির তত্ত্বাবধানে হচ্ছে। গতকাল রংপুরের কোচ সোহেল ইসলাম তাই বলতে পারেননি কবে থেকে তাঁরা সাকিবকে পাবেন, ‘ওর ব্যাপারটা বিসিবির মেডিকেল বিভাগ দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নেই। এখন সবকিছুই ক্রিকেট বোর্ড দেখছে। তারা যেভাবে দিকনির্দেশনা দেবে, আমরা সেভাবেই দেখব।’

এবারের বিপিএলে মাত্র এক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসানব্যাটিংয়ের সময় দৃষ্টিশক্তি শতভাগ ঠিক নেই সাকিবের। এটির সমাধানে কদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল তাঁর। লন্ডন থেকে ফিরে রংপুরের হয়ে বিপিএলে একটি ম্যাচও খেলেছেন। সাকিবকে নিয়ে চিন্তিত  রংপুর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত