১০ নাটক ১ সিনেমা নিয়ে ঈদ মাতাবেন ফারিণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৮: ৩২

স্বল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। টিভি ও ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায়ও কাজ করেছেন। চলতি বছর পশ্চিম বাংলার সিনেমা ‘আরো এক পৃথিবী’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছে তাঁর। সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকায় গত রোজার ঈদে বেশি কাজ করতে পারেননি তিনি।

মাত্র দুটি টিভি নাটকে দেখা গিয়েছিল ফারিণকে। ওটিটিতেও ছিলেন অনুপস্থিত। তবে কোরবানির ঈদে স্বরূপে ফিরছেন এই অভিনেত্রী। এবার ঈদে ১০টি নাটক ও ১টি ওয়েব সিনেমা নিয়ে আসছেন তাসনিয়া ফারিণ। এ বিষয়ে তিনি বলেন, ‘দেশের বাইরে ছিলাম, বেড়াতে গিয়েছিলাম। এ ছাড়া আমার প্রথম সিনেমা আরো এক পৃথিবী রিলিজ হয়েছিল। প্রমোশনে দেশের বাইরে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়েই গত ঈদে বেশি কাজ করতে পারিনি। তবে এবার বেশ কিছু নাটকে কাজ করা হচ্ছে। নির্দিষ্ট করে সংখ্যাটা বলতে পারছি না। তবে ১০টির মতো নাটকে দেখা যেতে পারে। এ ছাড়া ‘নিকষ’ নামের ১টি ওয়েব সিনেমা মুক্তি পাবে।’

রুবেল হাসানের পরিচালনায় নিকষ ওয়েব সিনেমায় সুলতানা চরিত্রে দেখা যাবে ফারিণকে। সিনেমাটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘ইউনিক গল্প। পরস্পর বিপরীতধর্মী দুই বোনের টানাপোড়েন নিয়ে গল্প। দুই বোনের একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। দর্শক সিনেমাটি দেখতে গিয়ে অনেক রকম আবেগের মুখোমুখি হবেন।’

তাসনিয়া ফারিণসিনেমাটির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ফেসবুকে লাইভে এসেছিলেন ফারিণ। লাইভে জানান তাঁর বোন হারিয়ে গেছে। তাকে খুঁজে পাচ্ছেন না। স্কুলে গিয়ে দেখেন তাঁর বোন নেই। বোন কোথায় আছে, কীভাবে আছে জানেন না। যদি কেউ তাঁর সন্ধান পেয়ে থাকেন, তবে যেন সাহায্য করেন। লাইভের শেষে মৃদু হেসে ফারিণ বলেন, ‘আমি শেষ পর্যন্ত আমার বোনকে পাই কি না, সেটি জানার জন্য আপনারা আমার পেজের সাথে কানেক্ট থাকেন।’ এমন ভিডিওর পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন ফারিণ। এমন প্রচারের কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন বলেও উল্লেখ করেন। এরপর অবশ্য ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন ফারিণ।

গত ঈদে বেশি কাজ করতে পারিনি। তবে এবার বেশ কিছু নাটকে কাজ করা হচ্ছে। নির্দিষ্ট করে সংখ্যাটা বলতে পারছি না। তবে ১০টির মতো নাটকে দেখা যেতে পারে। এ ছাড়া ‘নিকষ’ নামের ১টি ওয়েব সিনেমা মুক্তি পাবে। তাসনিয়া ফারিণ, অভিনেত্রী

নিকষ সিনেমায় আরও অভিনয় করেছেন মাহিমা সুলতানা, মীর নওফেল আশরাফী, জয়রাজ, রাকিব হোসাইন ইভান, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান প্রমুখ।

এ ছাড়া শোনা যাচ্ছে, সিয়াম আহমেদের বিপরীতে নতুন একটি ওয়েব সিনেমার কাজ শুরু করেছেন ফারিণ। পরিচালনার দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান আরিয়ান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত