রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
৬৫ বছর বয়সে ২২ কিলোমিটার সাঁতার কেটে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মো. শহিদুল ইসলাম। মেঘনা-আড়িয়াল খাঁ নদে ৫ ঘণ্টা ৩৫ মিনিটে এই দূরত্ব অতিক্রম করেন তিনি।
গতকাল শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার আড়িয়াল খাঁ নদের আদিয়াবাদ সরকারি কলেজঘাট থেকে সাঁতার কাটা শুরু করেন তিনি। মেঘনা নদী দিয়ে বেলা ২টা ২০ মিনিটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতুসংলগ্ন ঘাটে এসে পৌঁছান। এই দুই ঘাটের দূরত্ব সাড়ে ২২ কিলোমিটার।
প্রতিযোগিতার আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আল আমিন ও স্থানীয় বাসিন্দারা। বিরতিহীন সাঁতার প্রতিযোগিতায় ১২ জন অংশ নেন। মো. শহিদুল ইসলাম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়ি বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী দানিছ আলী।
এদিকে সাঁতার প্রতিযোগিতার খবর শুনে সকাল থেকে তা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এসে নদীপাড়ে ভিড় জমান। শহিদুলকে একনজর দেখতে ছোট-বড় নৌকা, স্পিডবোট নিয়ে নদীপাড়ে আসেন তাঁরা। পরে তাঁরা তাঁকে অভিবাদন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দর্শনার্থী এম আর রহমান, এস এম শরীফ, আ. করিমসহ কয়েকজন জানান, শহিদুল ইসলামের মেঘনা নদীতে সাঁতারের কথা শুনেই তাঁরা ছুটে এসেছেন। এর আগেও তাঁর সাঁতার কাটা সবাই উপভোগ করেছেন। এস এম শরীফ বলেন, এই বয়সে এসে তাঁর এমন সাফল্যে রায়পুরাবাসী গর্বিত।
প্রসঙ্গত, বছর ১৩ সেপ্টেম্বর শহিদুল ইসলাম মেঘনা নদীতে ১৮ কিলোমিটার সাঁতারে চার ঘণ্টা সময় নেন। সে সময় তাঁকে উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দারা ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেন। সেই টাকা মসজিদের নির্মাণকাজে ব্যয় করেন তিনি। তবে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে ধনী-দানশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আবারও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন সাঁতার কাটি বলে এখনো সুস্থ জীবনযাপন করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদ নির্মাণের ইচ্ছা ছিল। নিজ গ্রামে হাজিবাড়ী জামে মসজিদ নির্মাণে জমিসহ বিভিন্ন সহযোগিতা করেছি। তবে আরও ৪ টন রডসহ আনুষঙ্গিক কাজ অসমাপ্ত। এবারের সাঁতারের পুরো টাকাইও মসজিদের নির্মাণকাজে ব্যয় করব।’ শহিদুল ইসলাম আরও বলেন, ‘সাঁতারে সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে আরও বহুদূর এগিয়ে যেতে পারব।’
৬৫ বছর বয়সে ২২ কিলোমিটার সাঁতার কেটে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মো. শহিদুল ইসলাম। মেঘনা-আড়িয়াল খাঁ নদে ৫ ঘণ্টা ৩৫ মিনিটে এই দূরত্ব অতিক্রম করেন তিনি।
গতকাল শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার আড়িয়াল খাঁ নদের আদিয়াবাদ সরকারি কলেজঘাট থেকে সাঁতার কাটা শুরু করেন তিনি। মেঘনা নদী দিয়ে বেলা ২টা ২০ মিনিটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতুসংলগ্ন ঘাটে এসে পৌঁছান। এই দুই ঘাটের দূরত্ব সাড়ে ২২ কিলোমিটার।
প্রতিযোগিতার আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আল আমিন ও স্থানীয় বাসিন্দারা। বিরতিহীন সাঁতার প্রতিযোগিতায় ১২ জন অংশ নেন। মো. শহিদুল ইসলাম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়ি বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী দানিছ আলী।
এদিকে সাঁতার প্রতিযোগিতার খবর শুনে সকাল থেকে তা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এসে নদীপাড়ে ভিড় জমান। শহিদুলকে একনজর দেখতে ছোট-বড় নৌকা, স্পিডবোট নিয়ে নদীপাড়ে আসেন তাঁরা। পরে তাঁরা তাঁকে অভিবাদন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দর্শনার্থী এম আর রহমান, এস এম শরীফ, আ. করিমসহ কয়েকজন জানান, শহিদুল ইসলামের মেঘনা নদীতে সাঁতারের কথা শুনেই তাঁরা ছুটে এসেছেন। এর আগেও তাঁর সাঁতার কাটা সবাই উপভোগ করেছেন। এস এম শরীফ বলেন, এই বয়সে এসে তাঁর এমন সাফল্যে রায়পুরাবাসী গর্বিত।
প্রসঙ্গত, বছর ১৩ সেপ্টেম্বর শহিদুল ইসলাম মেঘনা নদীতে ১৮ কিলোমিটার সাঁতারে চার ঘণ্টা সময় নেন। সে সময় তাঁকে উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দারা ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেন। সেই টাকা মসজিদের নির্মাণকাজে ব্যয় করেন তিনি। তবে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে ধনী-দানশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আবারও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন সাঁতার কাটি বলে এখনো সুস্থ জীবনযাপন করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদ নির্মাণের ইচ্ছা ছিল। নিজ গ্রামে হাজিবাড়ী জামে মসজিদ নির্মাণে জমিসহ বিভিন্ন সহযোগিতা করেছি। তবে আরও ৪ টন রডসহ আনুষঙ্গিক কাজ অসমাপ্ত। এবারের সাঁতারের পুরো টাকাইও মসজিদের নির্মাণকাজে ব্যয় করব।’ শহিদুল ইসলাম আরও বলেন, ‘সাঁতারে সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে আরও বহুদূর এগিয়ে যেতে পারব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪