Ajker Patrika

স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৭
স্বেচ্ছাসেবক দল নেতার  পদত্যাগ

মির্জাপুরে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মনির সিকদার পলক। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুর ইসলাম ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। পলক উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা।

সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক, ওয়াজেদ মৃধাকে সদস্যসচিব করে গত বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আট নেতাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তারেকুল ইসলাম খান ও সম্পাদক আব্দুর রউফ এই কমিটির অনুমোদন দেন।

এর মধ্যে কমিটির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক রাখা হয় মো. মনির সিকদার পলককে। পরে পলক তাঁর ফেসবুক পেজে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এ বিষয়ে পলক বলেন, ‘কমিটিতে আমাকে যে পদ দেওয়া হয়েছে, সেই পদে নিজেকে যোগ্য মনে না করায় পদত্যাগের ঘোষণা দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুর ইসলাম ফরিদ বলেন, কাঙ্ক্ষিত পদ না পেয়ে হয়তো পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত