অপেক্ষা শেষ হচ্ছে নিশোর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০৮: ২৭

অপেক্ষার পালা শেষ। চিত্রনায়ক হয়ে কাজ শুরু করছেন আফরান নিশো। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় হয়ে গেল নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত। এর আগে ওয়েব সিনেমায় কাজ করলেও প্রেক্ষাগৃহের জন্য নির্মিত সিনেমায় এবারই প্রথম অভিনয় করছেন নিশো। রায়হান রাফীর পরিচালনায় এতে নিশোর নায়িকা তমা মির্জা।

নিশো বলেন, ‘২৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। তমার সঙ্গে আমার প্রথম কাজ, রাফীর সঙ্গেও প্রথম। চরকি ও আলফা আইয়ের সঙ্গে আগে কাজ হলেও বড় পর্দায় সবার সঙ্গেই প্রথম কাজ। এত প্রথমে একটু রিস্ক থাকে। যেহেতু সবাই আমরা হার্ড ওয়ার্কার, সবাই ডেডিকেটেড, ভালো কিছু হবে আশা করি। বুড়ো বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই।’

সুড়ঙ্গ সিনেমার গল্প নিয়ে নিশো বলেন, ‘শুধু আমি নই, এ সিনেমার সঙ্গে জড়িত সবাইকে কানেক্ট করেছে গল্পটি। এ রকম নয় যে গল্পটি খুব আলাদা এই কারণে কাজটি করছি। এ রকম কোনো ভাবনা আমার মধ্যে নেই। আমি আসলে সহজ গল্পটাই বলতে চাই। সবচেয়ে সহজ গল্পটাই সবার চেয়ে আলাদা হয়ে ওঠে এবং বর্ণনা করা কঠিন বলে মনে হয় আমার কাছে।’

ছোট পর্দায় দীর্ঘ সময় নিজেকে প্রমাণ করা নিশো প্রস্তুত হয়েই নামছেন বড় পর্দার কাজে। ছয় মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে কমিয়েছেন ওজন। ৯১ কেজি থেকে ওজন ৭৮ কেজিতে নিয়ে এসেছেন। সিনেমার প্রস্তুতির প্রয়োজনেই নাটকের কাজ থেকে বিরতি নিয়েছেন। অনেকেই তাই আশঙ্কা করছিলেন, নিশো বুঝি বিদায় জানাচ্ছেন ছোট পর্দাকে। কিন্তু নিশো বলেন, ‘একটা ছেড়ে আরেকটাতে ঢুকে গেলাম ব্যাপারটা এমন নয়। একসময় মডেল ছিলাম, টিভি নাটকে কাজ করেছি, এরপর ওটিটিতে কাজ করছি। এখন সিনেমা নিয়ে ভাবছি। তাই বলে কোনো মাধ্যমকে বাদ দেওয়ার কোনো চিন্তা আমার নেই।’

মহরত অনুষ্ঠানে নিশোর পাশাপাশি উপস্থিত ছিলেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা রায়হান রাফী, অভিনয়শিল্পী তমা মির্জা, মোস্তফা মনওয়ার, তানিম নূর, শাহনাজ খুশি, বৃন্দাবন দাসসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই ও চরকি। শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত