নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা সংবাদদাতা
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদ্যমান পরিস্থিতিতে আন্তদেশীয় দুটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশের তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কথা ছিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের (১৩১০৮ নং ট্রেন)। একই দিনে ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ১৩১১০ মৈত্রী এক্সপ্রেসের। সেই ট্রেন দুটির যাত্রা বাতিল থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা থাকলেও যায়নি মিতালী এক্সপ্রেস। আগামী সোমবারও ট্রেনটি যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, এ মুহূর্তে ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রেলওয়ে। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যে বাংলাদেশে গত সাত দিনের বন্ধ ট্রেনের টিকিট ফেরত দিতে শুরু করেছে রেলওয়ে। বৃহস্পতিবার থেকে ১৮ ও ২০ জুলাইয়ের মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট কমলাপুর কাউন্টারে ফেরত নিয়ে টাকা দিয়ে দিচ্ছে রেলওয়ে। এ ছাড়া অনলাইনেও রিফান্ড করা হচ্ছে।
রেলপথমন্ত্রী বলেন, ট্রেন না চলায় টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত রেলওয়ের টিকিট বাবদ ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি রিফান্ড হয়েছে। এতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সহযোগী প্রতিষ্ঠান সহজের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে কাউন্টার থেকে মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে কোনো রেক না যাওয়ায় ভারত থেকেও ট্রেন আসবে না। তাঁরা এটা জেনেছেন। তবে কবে আবার চলাচল করবে, সেই বিষয়ে তাঁরা জানেন না।
সন্দীপ আরও বলেন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) যে সময় থেকে দেশে ট্রেন চলাচল বন্ধ হয়েছে, তারপর থেকে সব ট্রেনের টিকিট রিফান্ড করা হচ্ছে। নতুন করে কাউন্টার ও অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে না।
কোটা সংস্কার আন্দোলনে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই অনেক এলাকায় শিথিল করা হয়েছে কারফিউ, স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এর ফলে চার দিন সব পরিষেবা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদ্যমান পরিস্থিতিতে আন্তদেশীয় দুটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশের তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কথা ছিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের (১৩১০৮ নং ট্রেন)। একই দিনে ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ১৩১১০ মৈত্রী এক্সপ্রেসের। সেই ট্রেন দুটির যাত্রা বাতিল থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা থাকলেও যায়নি মিতালী এক্সপ্রেস। আগামী সোমবারও ট্রেনটি যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, এ মুহূর্তে ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রেলওয়ে। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যে বাংলাদেশে গত সাত দিনের বন্ধ ট্রেনের টিকিট ফেরত দিতে শুরু করেছে রেলওয়ে। বৃহস্পতিবার থেকে ১৮ ও ২০ জুলাইয়ের মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট কমলাপুর কাউন্টারে ফেরত নিয়ে টাকা দিয়ে দিচ্ছে রেলওয়ে। এ ছাড়া অনলাইনেও রিফান্ড করা হচ্ছে।
রেলপথমন্ত্রী বলেন, ট্রেন না চলায় টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত রেলওয়ের টিকিট বাবদ ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি রিফান্ড হয়েছে। এতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সহযোগী প্রতিষ্ঠান সহজের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে কাউন্টার থেকে মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে কোনো রেক না যাওয়ায় ভারত থেকেও ট্রেন আসবে না। তাঁরা এটা জেনেছেন। তবে কবে আবার চলাচল করবে, সেই বিষয়ে তাঁরা জানেন না।
সন্দীপ আরও বলেন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) যে সময় থেকে দেশে ট্রেন চলাচল বন্ধ হয়েছে, তারপর থেকে সব ট্রেনের টিকিট রিফান্ড করা হচ্ছে। নতুন করে কাউন্টার ও অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে না।
কোটা সংস্কার আন্দোলনে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই অনেক এলাকায় শিথিল করা হয়েছে কারফিউ, স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এর ফলে চার দিন সব পরিষেবা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে