Ajker Patrika

চোলাই মদের কারখানায় র‍্যাবের অভিযান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ০৫
চোলাই মদের কারখানায় র‍্যাবের অভিযান

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের একটি বিদেশি কারখানার পেছনে চোলাই মদের কারখানায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়েছে র‍্যাব-৭। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এ ছাড়া চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা হতে পারে বলে মামলার এজাহারে দাবি করেছে র‍্যাব-৭। এ ছাড়া জব্দ চোলাই মদের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার বদরুদ্দৌজা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে তিনজনকে। আসামিরা হলেন—সাহাব উদ্দিন (৪০), হেফাজ উদ্দিন (৩২) ও মো. সাহেব (৩০)।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলের চায়না প্রজেক্ট-২ সাইটে সমুদ্র তীরে ডায়ডক এরিয়ার ভেতরে মদের কারখানায় অভিযান চালায় র‍্যাব-৭।

র‍্যাব-৭-এর লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত সন্দেহে বান্দরবান জেলার লামা উপজেলার শরিফুল এবং খুলনা জেলার ভাঙ্গার থানা এলাকার রিপন নামে দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁদের এর সঙ্গে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। উপস্থিত সাক্ষীদের তথ্য মতে তিনজনকে আসামি করে থানায় জব্দকৃত মাদক ও আলামতসহ লিখিত এজাহার দেওয়া হয়েছে।

মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চল সবার কাছে স্পর্শকাতর একটি এলাকা। এখানে যারা এ ধরনের অবৈধ মাদকের কারখানা গড়ে তুলেছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

জোরারগঞ্জ থানার পরিদর্শক নূর হোসেন মামুন বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত