মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করা হয়েছে। গতকাল রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন। আদালত এ আবেদন গ্রহণ করেছেন। আগামীকাল মঙ্গলবার আবেদনের শুনানি হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় সিবিএম এর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্যে দেন। যা মুসলিম ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণি-গোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে যা থেকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান বলেন, ‘গত শনিবার আমরা খুলনা সদর থানায় মামলা করতে গিয়েছিলাম। থানা থেকে আমাদের জানানো হয় এ মামলা গ্রহণের এখতিয়ার পুলিশের নেই। সেখান থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত