পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও এখনো কক্সবাজারের পেকুয়ায় হকার্স মার্কেটের নির্মাণকাজ শুরুই করা যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তিনবার লিখিত আবেদন করেও জমি বুঝে পাননি তারা। হকার সমিতির কয়েক নেতা পুনর্বাসনের দাবি তুলে ভবনটি হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারের হকার্স মার্কেটের সরকারি খাস জমিতে চারতলা ফাউন্ডেশনের দ্বিতল একটি ভবন নির্মাণের জন্য ৪ কোটি ২০ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি টেন্ডারের মাধ্যমে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ. আর করপোরেশন এর কার্যাদেশ পায়। একই বছরের ৯ মার্চ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়া অফিস সূত্রে ও সংশ্লিষ্ট নথি ঘেঁটে দেখা গেছে, প্রকল্পের নির্মাণ স্থান নিজেদের কাছে হস্তান্তরের জন্য ২০২০ সালের ২০ জুলাই নির্বাহী প্রকৌশলী কক্সবাজার বরাবরে লিখিত আবেদন করেন এ. আর করপোরেশনের ম্যানেজিং পার্টনার আবদুল রাজ্জাক। একই বছরের ২৬ আগস্ট হকার ও ব্যবসায়ীদের জন্য দোকান বরাদ্দ ও অস্থায়ী পুনর্বাসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দেয় পেকুয়া বাজার দোকান মালিক সমিতি। এদিকে নিজেদের অফিস বরাদ্দের দাবিতে ৬ সেপ্টেম্বর ইউএনওর কাছে লিখিত আবেদন দেন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। ঠিকাদারের চিঠির পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর উপজেলা প্রকৌশলীকে কাজের স্থান হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী। যা এখনো বাস্তবায়িত হয়নি।
ওই বছরের ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের কার্যালয়ে পেকুয়া বাজারের ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি সভা করেন। এতে নতুন ভবন নির্মাণের স্থানে অস্থায়ী শেড অপসারণের সিদ্ধান্ত হয়। ১৬ নভেম্বর নির্মাণ স্থানে খুঁটি দিয়ে লাল পতাকা টানিয়ে দেন এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী। কিন্তু সরকারি জমি না ছেড়ে উল্টো হকার-ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে ২১ নভেম্বর মানববন্ধন করেন। ২৬ নভেম্বর পেকুয়া বাজার হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. শফি তাঁদের পুনর্বাসন ও দোকান বরাদ্দের দাবিতে উপজেলা প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন দেন। এভাবে চিঠি চালাচালিতে কেটে যায় আরও সময়। কিন্তু কোনোভাবে জমির দখল ছাড়েননি হকার-ব্যবসায়ীরা।
এর পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে হাইকোর্টের আইনজীবী প্রবীর হালদার এলজিইডির সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীকে আইনি নোটিশ দেন। এতে সময়ক্ষেপণের কারণে তাদের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করেন। চলতি বছরের ২০ জানুয়ারি ফের উপজেলা প্রকৌশলীর কাছে নির্মাণকাজের স্থান হস্তান্তরের জন্য লিখিত আবেদন দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মো. আবদুল রাজ্জাক। জমি হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলতি বছরের ২৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তৎকালীন উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম। ৭ এপ্রিল একই আবেদন করেন বর্তমান উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কমল কান্তি পাল। এত আবেদন, চিঠি চালাচালি। কিন্তু ফলাফল শূন্য। গত ১৫ সেপ্টেম্বর এ কার্যাদেশের মেয়াদ ফুরিয়ে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এ. আর করপোরেশনের দায়িত্বশীল এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, শক্তিশালী একটি চক্র স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ভবন নির্মাণের স্থানটি দখলে রেখেছে। নির্মাণকাজের জন্য মালামাল, যন্ত্রপাতি কিনে ও জনবল বসিয়ে রেখে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনকে জমি বুঝিয়ে দিতে একাধিকবার লিখিত আবেদন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, হকার মার্কেটের ঝুপড়ির স্থানে ভবনটি নির্মাণ হলে বাজারের অবকাঠামোগত উন্নতি হবে। এর সুফল হকার, ব্যবসায়ী ও ক্রেতারা পাবেন।
কিন্তু হকার সমিতির কতিপয় নেতা পুনর্বাসনের দাবি তুলে ভবনটির নির্মাণকাজে দেরি করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কমল কান্তি পাল বলেন, ‘করোনাকালীন সময়ে বিষয়টি নিয়ে যথাযথভাবে আগানো যায়নি। আমাদেরও একটু সমন্বয়ের ঘাটতি ছিল। যদিও ওই সময়টায় আমি পেকুয়ার দায়িত্বে ছিলাম না। ঠিকাদার আবেদন করলে ভবন নির্মাণকাজটির কার্যাদেশের মেয়াদ বাড়ানো হবে। জমির দখলও দ্রুত তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।’
ইউএনও পূর্বিতা চাকমা বলেন, ‘আমি এখানে যোগদান করেছি কদিন আগে। বিষয়টি জানা ছিল না। তারপরও খোঁজখবর নিয়ে জটিলতা নিরসনে কাজ করব।’
নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও এখনো কক্সবাজারের পেকুয়ায় হকার্স মার্কেটের নির্মাণকাজ শুরুই করা যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তিনবার লিখিত আবেদন করেও জমি বুঝে পাননি তারা। হকার সমিতির কয়েক নেতা পুনর্বাসনের দাবি তুলে ভবনটি হতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারের হকার্স মার্কেটের সরকারি খাস জমিতে চারতলা ফাউন্ডেশনের দ্বিতল একটি ভবন নির্মাণের জন্য ৪ কোটি ২০ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি টেন্ডারের মাধ্যমে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ. আর করপোরেশন এর কার্যাদেশ পায়। একই বছরের ৯ মার্চ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়া অফিস সূত্রে ও সংশ্লিষ্ট নথি ঘেঁটে দেখা গেছে, প্রকল্পের নির্মাণ স্থান নিজেদের কাছে হস্তান্তরের জন্য ২০২০ সালের ২০ জুলাই নির্বাহী প্রকৌশলী কক্সবাজার বরাবরে লিখিত আবেদন করেন এ. আর করপোরেশনের ম্যানেজিং পার্টনার আবদুল রাজ্জাক। একই বছরের ২৬ আগস্ট হকার ও ব্যবসায়ীদের জন্য দোকান বরাদ্দ ও অস্থায়ী পুনর্বাসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দেয় পেকুয়া বাজার দোকান মালিক সমিতি। এদিকে নিজেদের অফিস বরাদ্দের দাবিতে ৬ সেপ্টেম্বর ইউএনওর কাছে লিখিত আবেদন দেন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। ঠিকাদারের চিঠির পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর উপজেলা প্রকৌশলীকে কাজের স্থান হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী। যা এখনো বাস্তবায়িত হয়নি।
ওই বছরের ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের কার্যালয়ে পেকুয়া বাজারের ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি সভা করেন। এতে নতুন ভবন নির্মাণের স্থানে অস্থায়ী শেড অপসারণের সিদ্ধান্ত হয়। ১৬ নভেম্বর নির্মাণ স্থানে খুঁটি দিয়ে লাল পতাকা টানিয়ে দেন এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী। কিন্তু সরকারি জমি না ছেড়ে উল্টো হকার-ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে ২১ নভেম্বর মানববন্ধন করেন। ২৬ নভেম্বর পেকুয়া বাজার হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. শফি তাঁদের পুনর্বাসন ও দোকান বরাদ্দের দাবিতে উপজেলা প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন দেন। এভাবে চিঠি চালাচালিতে কেটে যায় আরও সময়। কিন্তু কোনোভাবে জমির দখল ছাড়েননি হকার-ব্যবসায়ীরা।
এর পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে হাইকোর্টের আইনজীবী প্রবীর হালদার এলজিইডির সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীকে আইনি নোটিশ দেন। এতে সময়ক্ষেপণের কারণে তাদের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করেন। চলতি বছরের ২০ জানুয়ারি ফের উপজেলা প্রকৌশলীর কাছে নির্মাণকাজের স্থান হস্তান্তরের জন্য লিখিত আবেদন দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মো. আবদুল রাজ্জাক। জমি হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলতি বছরের ২৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তৎকালীন উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম। ৭ এপ্রিল একই আবেদন করেন বর্তমান উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কমল কান্তি পাল। এত আবেদন, চিঠি চালাচালি। কিন্তু ফলাফল শূন্য। গত ১৫ সেপ্টেম্বর এ কার্যাদেশের মেয়াদ ফুরিয়ে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এ. আর করপোরেশনের দায়িত্বশীল এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, শক্তিশালী একটি চক্র স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ভবন নির্মাণের স্থানটি দখলে রেখেছে। নির্মাণকাজের জন্য মালামাল, যন্ত্রপাতি কিনে ও জনবল বসিয়ে রেখে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনকে জমি বুঝিয়ে দিতে একাধিকবার লিখিত আবেদন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, হকার মার্কেটের ঝুপড়ির স্থানে ভবনটি নির্মাণ হলে বাজারের অবকাঠামোগত উন্নতি হবে। এর সুফল হকার, ব্যবসায়ী ও ক্রেতারা পাবেন।
কিন্তু হকার সমিতির কতিপয় নেতা পুনর্বাসনের দাবি তুলে ভবনটির নির্মাণকাজে দেরি করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কমল কান্তি পাল বলেন, ‘করোনাকালীন সময়ে বিষয়টি নিয়ে যথাযথভাবে আগানো যায়নি। আমাদেরও একটু সমন্বয়ের ঘাটতি ছিল। যদিও ওই সময়টায় আমি পেকুয়ার দায়িত্বে ছিলাম না। ঠিকাদার আবেদন করলে ভবন নির্মাণকাজটির কার্যাদেশের মেয়াদ বাড়ানো হবে। জমির দখলও দ্রুত তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।’
ইউএনও পূর্বিতা চাকমা বলেন, ‘আমি এখানে যোগদান করেছি কদিন আগে। বিষয়টি জানা ছিল না। তারপরও খোঁজখবর নিয়ে জটিলতা নিরসনে কাজ করব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে