Ajker Patrika

আটঘরিয়ায় নৌকা চাইলেন ৪৭ জন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ১১
আটঘরিয়ায়  নৌকা চাইলেন ৪৭ জন

পাবনার আটঘরিয়া উপজেলার পৌরসভা ও ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা হয়েছে। এরই মধ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউপিতে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থী হতে ৪৭ জন নেতা-কর্মী দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থিতা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত নির্বাচনে উপজেলার পাঁচ ইউপি ও এক পৌরসভাসহ সবগুলোতেই নৌকা প্রতীক নির্বাচিত হয়েছিল।

এদিকে, প্রতীক পাওয়ার আগেই আগ্রহীরা নিজেদের ছবিসংবলিত পোস্টার, ব্যানার টানিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন বোর্ডের নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

এ কার্যক্রমে মেয়র, চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে দুই শতাধিক প্রার্থী নির্বাচনী মাঠে ঘুরে বেড়াচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন খান বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউনিয়নে মেয়র ও চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে ৪৭ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে উপজেলার আটঘরিয়া পৌরসভায় ৬ জন, মাঝপাড়া ইউপিতে ১০ জন, চাঁদভা ইউপিতে ৬ জন, দেবোত্তর ইউপিতে ৮ জন, একদন্ত ইউপিতে ৬ জন এবং লক্ষ্মীপুর ইউপিতে ১১ জন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন বলেন, তাঁরা ঐক্যবদ্ধ। দলীয়প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, তাঁকে নিয়ে ভোটযুদ্ধে মাঠে নামবেন তাঁরা। এবারও আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এ লক্ষ্যে তাঁরা দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পৌরসভা ও চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত