Ajker Patrika

চমকে দেবেন বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২০: ৩৩
চমকে দেবেন বাঁধন

মাসখানেক ধরে আজমেরী হক বাঁধন আছেন যুক্তরাষ্ট্রে। সঙ্গে মেয়ে সায়রা। ক্যালিফোর্নিয়ার তুষারাচ্ছন্ন প্রকৃতিতে মা-মেয়ে ঘুরে বেড়াচ্ছেন। বড়দিন, নিউইয়ার উদ্‌যাপন করেছেন সেখানেই। আনন্দ-উচ্ছ্বাসে কটা দিন যেন স্বপ্নের মতো কাটল তাঁদের।

২০১৯ সালে সর্বশেষ মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিল সায়রা, সেটাই ছিল তার প্রথম বিদেশ ভ্রমণ। প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে সায়রা খুব আফসোস করেছিল তুষারপাত দেখতে পায়নি বলে।

মেয়ের সে ইচ্ছা এবার পূরণ হয়েছে। বাঁধন বলেন, ‘গত দুই বছরে প্রচুর ট্রাভেল করেছি। বেশির ভাগ সময় চলচ্চিত্র উৎসবগুলোর জন্য যেতে হয়েছে একাই। মেয়েকে সঙ্গে নিয়ে এবার আসতে পেরে বেশ ভালো লেগেছে। মেয়ের ইচ্ছা ছিল তুষারপাত দেখবে। অবশেষে সে তুষারপাত দেখতে পেরেছে। বরফের মধ্যে গিয়ে মা-মেয়ে দারুণ মজা করেছি।’

তবে বাঁধনের ছুটি শেষ হয়ে এসেছে। শিগগির দেশে ফিরতে হবে তাঁকে। দেশে ফিরে বাঁধন ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন। ৫ থেকে ৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে সাহিত্যের আন্তর্জাতিক এই উৎসব। এতে ৭ জানুয়ারি ‘ধরাবাঁধার বাইরে’ ও ৮ জানুয়ারি ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ শিরোনামের দুটি সেমিনারে যোগ দেবেন বাঁধন।

বাঁধনের আরেকটি বড় উপলক্ষ শুরু হয়ে যাবে তার আগেই। আগামীকাল ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে আসছে বাঁধন অভিনীত নতুন সিরিজ ‘গুটি’। শঙ্খ দাশগুপ্তর পরিচালনায় এতে বাঁধনের সঙ্গী শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলম প্রমুখ।

গুটি সিরিজে বাঁধন অভিনয় করেছেন এক মাদক পাচারকারীর চরিত্রে। নাম তার সুলতানা। জীবনের নানা জটিলতায় পড়ে স্থানীয় মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় সে। প্রচুর টাকা আয় করে, কিন্তু বিনিময়ে হারাতে হয় কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। এই কাজে পালানোর কোনো পথ নেই। তবে সুলতানা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখে।

‘গুটি’ সিরিজে শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে বাঁধনগুটি তাই হয়ে উঠেছে এক নারীর জীবনসংগ্রামের চালচিত্র। নারীপ্রধান গল্প এ দেশে তেমন জনপ্রিয় হয় না। তবে বাঁধনের বিশ্বাস, গুটি সেই ‘ভুল ধারণা’ ভেঙে দেবে। ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী বলছেন, ‘অনেক সময় আমার কানে এসেছে, বাংলাদেশের দর্শক নারীপ্রধান গল্প দেখতে পছন্দ করেন না। আমাদের ফিকশনে মেয়েদের কোনো গ্রে ক্যারেক্টারও নেই। হয়তো চরিত্রটি মহান কোনো নারী হবে বা পুরো ডাইনি টাইপের চরিত্র। নারীদের নিয়েও যে গল্প হতে পারে, এ সাহসও অনেকে করতে চান না এই ভয়ে যে এটা তো কেউ দেখবে না। পরিচালক শঙ্খ দাশগুপ্ত ওই চ্যালেঞ্জটা নিয়েছেন।’

রেহানা মরিয়ম নূর সিনেমারও আগে গুটি নিয়ে কথা হচ্ছিল বাঁধন ও শঙ্খের। অবশেষে যখন কাজটা শুরু হলো, বেশ আগ্রহ নিয়েই সময় দিয়েছেন বাঁধন। কারণ, অভিনেত্রীর মতে, গুটি তাঁর ক্যারিয়ারের অন্যতম ইন্টারেস্টিং প্রজেক্ট, একটি বড় চমক। সুলতানা হয়ে বাঁধন দর্শকদের কতটা চমকে দেবেন, সেটিই এখন দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত