মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের গৃহবধূ মেহেরুন্নেছা। পুরোদস্তুর গৃহিণী হয়েও বাড়ির পাশে গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। খামার থেকে দুধ ও গরু বিক্রি করে প্রতি মাসে তাঁর আয় লাখ টাকা। সংসার সামলানোর পাশাপাশি এ রকম খামার গড়ে তোলায় উপজেলার সব মহলে প্রশংসিত হচ্ছেন মেহেরুন্নেছা।
২০১৪ সালে মাত্র ১২টি গরু নিয়ে যাত্রা হয় রহমান মরিয়ম (আরএম) ডেইরি ফার্ম অ্যান্ড অ্যাগ্রো ফিশারিজের। কয়েক বছরের ব্যবধানে খামারে গরুর সংখ্যা বেড়ে এখন দেড় শতাধিক। কর্মসংস্থান হয়েছে ১২-১৫ জন মানুষের।
২০০২ সালে মেহেরুন্নেছা স্নাতক পাস করেন। এর পরপরই পাশের গ্রাম জালালপুরের হাজী আসদ্দর আলীর ছেলে সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বেলালের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাশুর-ননদদের উৎসাহে গড়ে তোলেন গরুর খামার।
তাঁর স্বপ্নযাত্রায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেন শ্বশুর ও স্বামী। একই সঙ্গে দুই ভাশুর আলতাফুর রহমান ও আলাল মিয়াও কাজে সহায়তা করেন। ২০১৪ সালে ১২টি গরু নিয়ে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, তা এখন বিশাল কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। একটি শেডের ছায়া দিয়ে শুরু হওয়া সেই খামারে এখন ছায়া দেয় চারটি শেড। খামারটি থেকে প্রতিদিন গড়ে এখন সাড়ে ৫০০-৬০০ লিটার দুধ হয়। মাংসের জোগানও দেয় খামারটি। প্রতিবছর কোরবানির ঈদে ১০ থেকে ১২টি বড় ষাঁড় বিক্রি করা হয়।
মেহেরুন্নেছা বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি এ খামার প্রতিষ্ঠায় উদ্যোগী হই। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি কিছু মানুষের জীবিকার সংস্থান করতে পারছি এটাই আমার বড় পাওয়া।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের গৃহবধূ মেহেরুন্নেছা। পুরোদস্তুর গৃহিণী হয়েও বাড়ির পাশে গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। খামার থেকে দুধ ও গরু বিক্রি করে প্রতি মাসে তাঁর আয় লাখ টাকা। সংসার সামলানোর পাশাপাশি এ রকম খামার গড়ে তোলায় উপজেলার সব মহলে প্রশংসিত হচ্ছেন মেহেরুন্নেছা।
২০১৪ সালে মাত্র ১২টি গরু নিয়ে যাত্রা হয় রহমান মরিয়ম (আরএম) ডেইরি ফার্ম অ্যান্ড অ্যাগ্রো ফিশারিজের। কয়েক বছরের ব্যবধানে খামারে গরুর সংখ্যা বেড়ে এখন দেড় শতাধিক। কর্মসংস্থান হয়েছে ১২-১৫ জন মানুষের।
২০০২ সালে মেহেরুন্নেছা স্নাতক পাস করেন। এর পরপরই পাশের গ্রাম জালালপুরের হাজী আসদ্দর আলীর ছেলে সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বেলালের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাশুর-ননদদের উৎসাহে গড়ে তোলেন গরুর খামার।
তাঁর স্বপ্নযাত্রায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেন শ্বশুর ও স্বামী। একই সঙ্গে দুই ভাশুর আলতাফুর রহমান ও আলাল মিয়াও কাজে সহায়তা করেন। ২০১৪ সালে ১২টি গরু নিয়ে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, তা এখন বিশাল কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। একটি শেডের ছায়া দিয়ে শুরু হওয়া সেই খামারে এখন ছায়া দেয় চারটি শেড। খামারটি থেকে প্রতিদিন গড়ে এখন সাড়ে ৫০০-৬০০ লিটার দুধ হয়। মাংসের জোগানও দেয় খামারটি। প্রতিবছর কোরবানির ঈদে ১০ থেকে ১২টি বড় ষাঁড় বিক্রি করা হয়।
মেহেরুন্নেছা বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি এ খামার প্রতিষ্ঠায় উদ্যোগী হই। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি কিছু মানুষের জীবিকার সংস্থান করতে পারছি এটাই আমার বড় পাওয়া।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে