চট্টগ্রাম-কক্সবাজার রুটে উদ্বোধনের দুই মাসেও নেই কোনো ট্রেন

জমির উদ্দিন, চট্টগ্রাম
Thumbnail image

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে দুই মাস হলো। দুটি ট্রেন চলাচল করছে এই রুটে। দুটি ট্রেনই চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায়। তবে চট্টগ্রাম থেকে এখনো কোনো ট্রেন চালু হয়নি কক্সবাজার যাওয়ার জন্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই রুটে দুটি ট্রেন চালু করা গেলে মাসে অন্তত সাড়ে ৫ কোটি টাকা আয় হতো রেলওয়ের।

গেল বছরের ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর গত ১ ডিসেম্বর থেকে এই রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচল শুরু করে। এরপর গত ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু করা হয়। এই দুটি ট্রেনই সরাসরি ঢাকা থেকে কক্সবাজার। এই দুটি ট্রেনে চট্টগ্রাম থেকে টিকিট কেটে কক্সবাজারে যাওয়ার কোনো ব্যবস্থাই রাখা হয়নি।

নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে প্রতিদিন শত শত বাস যাত্রী পরিবহন করে। এই রুটে ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। যে রুটটি চট্টগ্রামের মানুষের জমির ওপর দিয়ে গেছে, সেই রুটে এখনো চট্টগ্রামের মানুষই চড়তে পারেনি। ঢাকা থেকে ট্রেন চালুর পাশাপাশি, চট্টগ্রাম থেকেও অন্তত একটি ট্রেন চালু করতে পারত।

রেলওয়ের বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রাম থেকে অন্তত দুটি ট্রেন চালু করা যায়। একটি সকাল ৭টায়, আরেকটি দুপুর বা সন্ধ্যায়। ১৬ বা ১৮ বগির এই দুটি ট্রেন চালু করা গেলে, প্রতি ট্রেন থেকে আসা-যাওয়া মিলিয়ে ৯ লাখ টাকা আয় হবে। দুটি ট্রেন থেকে প্রতিদিন ১৮ লাখ। মাসে দাঁড়ায় ৫ কোটি ৪০ লাখ টাকা।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে কোনো ট্রেন চলাচল না করায় আক্ষেপ রয়েছে এলাকাবাসীর। পেশায় স্কুলশিক্ষক রাকিব হাসান বলেন, ‘আমাদের জায়গার ওপর কক্সবাজার ট্রেন রুটটি তৈরি হয়েছে। অথচ আমার নিজেরও ট্রেনে করে কক্সবাজার যাওয়া হয়নি। এর চেয়ে দুঃখের আর কী আছে!’

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আমরা ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়াব। আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেন চালু হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত