আজকের পত্রিকা ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের পর বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপায় ভোটে সমর্থন না করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বিজয়ী ইউপি সদস্য ও তাঁর লোকজনের বিরুদ্ধে। আর শরীয়তপুরে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ১২টি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ওই দলেরই পরাজিত বিদ্রোহী প্রার্থী।
গলাচিপায় কুপিয়ে হত্যা
গত বৃহস্পতিবারের ভোটে গলাচিপা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মো. নাজিউর রহমান মঞ্জু। কিন্তু ভোটের মাঠে তাঁকে সমর্থন না করায় ফলাফল ঘোষণার পর পক্ষিয়া গ্রামের দুধা পল্লানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ ওঠে মঞ্জু ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। দুধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় দুধার স্ত্রী রেহেনা বেগম নাজিউর রহমানসহ ২৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ নাজিউরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শরীয়তপুরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, তুলাসার ইউপিতে ১১ নভেম্বর ভোট হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম। নির্বাচনে জামাল হোসাইনকে সমর্থন করেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু। ভোটে বিজয়ী হয়েছেন জামাল হোসাইন।
পরাজিত প্রার্থী জাহিদুলের অভিযোগ, শনিবার সন্ধ্যায় জামাল হোসাইন ও মাহাবুব মোর্শেদের সমর্থকেরা লতাবাগ ও উপরগাঁও গ্রামের ১২টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এর আগে বৃহস্পতি ও শুক্রবার গুড়িপাড়া, বাইশরশি ও দক্ষিণ গোয়ালদি গ্রামে হামলা করে ৫০টি ঘর ভাঙচুর ও লুটপাট করে। পুনরায় হামলার ভয়ে গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে আছেন।
জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসাইন বলেন, ‘আমার কোনো সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে না।’ আর মাহাবুব মোর্শেদ বলেন, ‘জাহিদুলের সমর্থকেরা আগে যাদের মারধর ও হামলা করেছে তারা এখন সুযোগ পেয়ে হামলা করছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
শরীয়তপুর সদরের ডোমসার ইউনিয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হন আলি আজগর খান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল মতিন ছৈয়াল। গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী মুন্সীরহাট নদীর পারে দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের পর বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপায় ভোটে সমর্থন না করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বিজয়ী ইউপি সদস্য ও তাঁর লোকজনের বিরুদ্ধে। আর শরীয়তপুরে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ১২টি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ওই দলেরই পরাজিত বিদ্রোহী প্রার্থী।
গলাচিপায় কুপিয়ে হত্যা
গত বৃহস্পতিবারের ভোটে গলাচিপা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মো. নাজিউর রহমান মঞ্জু। কিন্তু ভোটের মাঠে তাঁকে সমর্থন না করায় ফলাফল ঘোষণার পর পক্ষিয়া গ্রামের দুধা পল্লানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ ওঠে মঞ্জু ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। দুধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় দুধার স্ত্রী রেহেনা বেগম নাজিউর রহমানসহ ২৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ নাজিউরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শরীয়তপুরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, তুলাসার ইউপিতে ১১ নভেম্বর ভোট হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম। নির্বাচনে জামাল হোসাইনকে সমর্থন করেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু। ভোটে বিজয়ী হয়েছেন জামাল হোসাইন।
পরাজিত প্রার্থী জাহিদুলের অভিযোগ, শনিবার সন্ধ্যায় জামাল হোসাইন ও মাহাবুব মোর্শেদের সমর্থকেরা লতাবাগ ও উপরগাঁও গ্রামের ১২টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এর আগে বৃহস্পতি ও শুক্রবার গুড়িপাড়া, বাইশরশি ও দক্ষিণ গোয়ালদি গ্রামে হামলা করে ৫০টি ঘর ভাঙচুর ও লুটপাট করে। পুনরায় হামলার ভয়ে গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে আছেন।
জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসাইন বলেন, ‘আমার কোনো সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে না।’ আর মাহাবুব মোর্শেদ বলেন, ‘জাহিদুলের সমর্থকেরা আগে যাদের মারধর ও হামলা করেছে তারা এখন সুযোগ পেয়ে হামলা করছে।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
শরীয়তপুর সদরের ডোমসার ইউনিয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হন আলি আজগর খান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল মতিন ছৈয়াল। গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী মুন্সীরহাট নদীর পারে দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে