লালমনিরহাট প্রতিনিধি
সেতু নির্মাণের দুই বছর পেরোলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। সেতুটি কোনো কাজে আসছে না পাঁচ গ্রামের লক্ষাধিক মানুষের। অনেকে সময় বাঁচানোর জন্য বাঁশ বেয়ে সেতুতে উঠে পার হচ্ছেন। কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় হতাশ নদের দুই পারের মানুষ। সেতুটির অবস্থান লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুঠি গ্রামে।
নীয় অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংযোগ সড়ক তৈরি করে দেওয়ার কথা থাকলেও কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না।
২০১৭-১৮ অর্থবছরে মোগলহাট ইউনিয়নের দুড়াকুঠি গ্রামে রতনাই নদের ওপর সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজ পান কুড়িগ্রাম কলেজ রোডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা অ্যান্ড আবু বক্কর জেভি। ১২০ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ টাকা। ২০১৯ সালের শেষের দিকে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়ক এখনো নির্মিত হয়নি। ফলে এটি কোনো কাজে আসছে না দুই পারের বাসিন্দাদের। তবে সময় বাঁচানোর জন্য অনেকে সেতুর সঙ্গে বাঁশ বেয়ে উঠে চলাচল করছেন। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।
সেতুটির এক পাশে দুড়াকুঠি গ্রামে রয়েছে হাটবাজার, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি কার্যালয়। অপর পাশে মেঘারাম গ্রামের ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক। উভয় পাশের মানুষের কাজকর্মের সহজ যোগাযোগের জন্য রতনাই নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু কোনো কাজে আসছে না এটি। সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রয়েছে নদের দুই পারের লক্ষাধিক মানুষ।
দুরাকুঠি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও শিক্ষার্থী আকলিমা খাতুন বলেন, ‘সেতুটি পারাপারের জন্য সংযোগ সড়ক না থাকায় বর্ষাকালে আমরা ৫ কিলোমিটার পথ ঘুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) যাই। এতে আমাদের অর্থ ও সময় অপচয় হচ্ছে। বিদ্যালয় যেতেও সমস্যা হয়।’
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম মাস্টার বলেন, ‘এখন শুকনো মৌসুম থাকায় আমরা হেঁটে চলাচল করতে পারছি। কিন্তু বর্ষাকালে সেতুর নিচে পানি থাকায় পারাপারের সুযোগ থাকে না। রতনাই সেতুর পশ্চিম দিকে দুরাকুটি, কর্ণপুর ও ফুলগাছ গ্রামের লোকজনের বসবাস। পূর্ব দিকে আছে মেঘারাম, ইটাপোতা, বুমকা ও খারুয়া গ্রামের লোকজনের বসবাস।’
মোগলহাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সেতুটির কাজ শেষ হওয়ার পরেও দীর্ঘদিন এর দুই পাশের সংযোগ সড়ক তৈরি না করায় আমার ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদ, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সেতুর সংযোগ সড়ক করার দাবি জানাচ্ছি।’
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মন্জুর কাদের এলাহী বলেন, ‘সেতুটি আগের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী করে গেছেন। আমি নতুন বদলি হয়ে এসেছি। তবে সংযোগ সড়ক তৈরির জন্য চেষ্টা করছি। যেহেতু ঠিকাদারকে সম্পূর্ণ বিল দেওয়া হয়নি। তাই সেখানকার টাকা দিয়ে সড়কের কাজ করা হবে।’
সেতু নির্মাণের দুই বছর পেরোলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। সেতুটি কোনো কাজে আসছে না পাঁচ গ্রামের লক্ষাধিক মানুষের। অনেকে সময় বাঁচানোর জন্য বাঁশ বেয়ে সেতুতে উঠে পার হচ্ছেন। কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় হতাশ নদের দুই পারের মানুষ। সেতুটির অবস্থান লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুঠি গ্রামে।
নীয় অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংযোগ সড়ক তৈরি করে দেওয়ার কথা থাকলেও কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না।
২০১৭-১৮ অর্থবছরে মোগলহাট ইউনিয়নের দুড়াকুঠি গ্রামে রতনাই নদের ওপর সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজ পান কুড়িগ্রাম কলেজ রোডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা অ্যান্ড আবু বক্কর জেভি। ১২০ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ টাকা। ২০১৯ সালের শেষের দিকে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়ক এখনো নির্মিত হয়নি। ফলে এটি কোনো কাজে আসছে না দুই পারের বাসিন্দাদের। তবে সময় বাঁচানোর জন্য অনেকে সেতুর সঙ্গে বাঁশ বেয়ে উঠে চলাচল করছেন। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।
সেতুটির এক পাশে দুড়াকুঠি গ্রামে রয়েছে হাটবাজার, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি কার্যালয়। অপর পাশে মেঘারাম গ্রামের ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক। উভয় পাশের মানুষের কাজকর্মের সহজ যোগাযোগের জন্য রতনাই নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু কোনো কাজে আসছে না এটি। সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রয়েছে নদের দুই পারের লক্ষাধিক মানুষ।
দুরাকুঠি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও শিক্ষার্থী আকলিমা খাতুন বলেন, ‘সেতুটি পারাপারের জন্য সংযোগ সড়ক না থাকায় বর্ষাকালে আমরা ৫ কিলোমিটার পথ ঘুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) যাই। এতে আমাদের অর্থ ও সময় অপচয় হচ্ছে। বিদ্যালয় যেতেও সমস্যা হয়।’
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম মাস্টার বলেন, ‘এখন শুকনো মৌসুম থাকায় আমরা হেঁটে চলাচল করতে পারছি। কিন্তু বর্ষাকালে সেতুর নিচে পানি থাকায় পারাপারের সুযোগ থাকে না। রতনাই সেতুর পশ্চিম দিকে দুরাকুটি, কর্ণপুর ও ফুলগাছ গ্রামের লোকজনের বসবাস। পূর্ব দিকে আছে মেঘারাম, ইটাপোতা, বুমকা ও খারুয়া গ্রামের লোকজনের বসবাস।’
মোগলহাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সেতুটির কাজ শেষ হওয়ার পরেও দীর্ঘদিন এর দুই পাশের সংযোগ সড়ক তৈরি না করায় আমার ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদ, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সেতুর সংযোগ সড়ক করার দাবি জানাচ্ছি।’
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মন্জুর কাদের এলাহী বলেন, ‘সেতুটি আগের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী করে গেছেন। আমি নতুন বদলি হয়ে এসেছি। তবে সংযোগ সড়ক তৈরির জন্য চেষ্টা করছি। যেহেতু ঠিকাদারকে সম্পূর্ণ বিল দেওয়া হয়নি। তাই সেখানকার টাকা দিয়ে সড়কের কাজ করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪