বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে চলতি মৌসুমে তরমুজের ভালো ফলন হয়েছে। দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। চাষিদের কেউ খেত থেকে পাইকারি আবার কেউ বাজারে নিয়ে খুচরা বিক্রি করছেন উৎপাদিত এই ফল।
গতকাল সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরমুজখেত পরিচর্যা করছেন কৃষকেরা। যদিওবা খেতের তরমুজ বিক্রি প্রায় শেষের দিকে।
স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কানি জমিতে তরমুজ চাষ করতে ৩৫-৪৫ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে এই তরমুজ বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। বীজ রোপণের মাসখানেক পরই গাছে ফলন এলেও দুই মাসের মধ্যেই তা খাওয়ার উপযোগী হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারে বাঁশখালীর গন্ডামারা, বাহারছড়া, কাথরিয়া, পুকুরিয়া, কালীপুর, বৈলছড়ি এলাকায় তরমুজের আবাদ হয়েছে। গত বছর সাত-আট হেক্টর জমিতে চাষ হলেও এ বছর তার তিন গুণ হয়েছে। বাঁশখালীতে গ্লোরি জাম্বো, গোল্ডেন ডিউ জাতের তরমুজ চাষ হয়ে থাকে। সাধারণত দো-আঁশ মাটিতে এই ফলের ভালো আবাদ হয়।
গন্ডামারা এলাকার চাষি আবদুল মান্নান ও শাহাদাৎ হোসেন বলেন, ‘এবার তরমুজের ভালো ফলন হয়েছে। দামও ভালো। কৃষি অফিসের পরামর্শসহ আন্তরিক সহযোগিতা পেয়েছি। আগামী বছর আরও বড় পরিসরে তরমুজের আবাদ করব।’
বাহারছড়া এলাকার কৃষক রহিম উদ্দীন জানান, সমুদ্রের উপকূলবর্তী জায়গায় তরমুজের চাষ করেছেন তিনি। ভালো ফলন হয়েছে। আর এখন তরমুজ বিক্রিও প্রায় শেষের দিকে।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক আজকের পত্রিকাকে বলেন, বাঁশখালীতে এবার ২০ হেক্টরে তরমুজের আবাদ হয়েছে; যা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ। তরমুজের দামও ভালো। বেড়িবাঁধ হয়ে যাওয়ায় উপকূল অঞ্চলে এই ফলের চাষাবাদ ভালো হয়। কৃষি অফিস থেকে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়ে থাকে।
চট্টগ্রামের বাঁশখালীতে চলতি মৌসুমে তরমুজের ভালো ফলন হয়েছে। দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। চাষিদের কেউ খেত থেকে পাইকারি আবার কেউ বাজারে নিয়ে খুচরা বিক্রি করছেন উৎপাদিত এই ফল।
গতকাল সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরমুজখেত পরিচর্যা করছেন কৃষকেরা। যদিওবা খেতের তরমুজ বিক্রি প্রায় শেষের দিকে।
স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কানি জমিতে তরমুজ চাষ করতে ৩৫-৪৫ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে এই তরমুজ বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। বীজ রোপণের মাসখানেক পরই গাছে ফলন এলেও দুই মাসের মধ্যেই তা খাওয়ার উপযোগী হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারে বাঁশখালীর গন্ডামারা, বাহারছড়া, কাথরিয়া, পুকুরিয়া, কালীপুর, বৈলছড়ি এলাকায় তরমুজের আবাদ হয়েছে। গত বছর সাত-আট হেক্টর জমিতে চাষ হলেও এ বছর তার তিন গুণ হয়েছে। বাঁশখালীতে গ্লোরি জাম্বো, গোল্ডেন ডিউ জাতের তরমুজ চাষ হয়ে থাকে। সাধারণত দো-আঁশ মাটিতে এই ফলের ভালো আবাদ হয়।
গন্ডামারা এলাকার চাষি আবদুল মান্নান ও শাহাদাৎ হোসেন বলেন, ‘এবার তরমুজের ভালো ফলন হয়েছে। দামও ভালো। কৃষি অফিসের পরামর্শসহ আন্তরিক সহযোগিতা পেয়েছি। আগামী বছর আরও বড় পরিসরে তরমুজের আবাদ করব।’
বাহারছড়া এলাকার কৃষক রহিম উদ্দীন জানান, সমুদ্রের উপকূলবর্তী জায়গায় তরমুজের চাষ করেছেন তিনি। ভালো ফলন হয়েছে। আর এখন তরমুজ বিক্রিও প্রায় শেষের দিকে।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক আজকের পত্রিকাকে বলেন, বাঁশখালীতে এবার ২০ হেক্টরে তরমুজের আবাদ হয়েছে; যা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ। তরমুজের দামও ভালো। বেড়িবাঁধ হয়ে যাওয়ায় উপকূল অঞ্চলে এই ফলের চাষাবাদ ভালো হয়। কৃষি অফিস থেকে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়ে থাকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে