লালমোহন (ভোলা) প্রতিনিধি
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলার আকাশে ওড়ে লাল-সবুজের পতাকা। বিজয়ে দিবসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়।
অনেকে ব্যক্তিগতভাবে শখ করেও বাসা-বাড়ির ছাদ, মোটরসাইকেল ও গাড়ির সামনে পতাকা লাগান।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস কিংবা জাতীয় শোক দিবসের আগে পতাকা বিক্রি করতে দেখা যায় একশ্রেণির মৌসুমি বিক্রেতাকে। তাঁদেরই একজন মাদারীপুরের খলিল বেপারি। গত মঙ্গলবার সকালে বাঁশের লাঠিতে ছোট-বড় নানা আকৃতির পতাকা ঝুলিয়ে ভোলার লালমোহনের সদর বাজারে তিনি বিক্রি করছিলেন।
এ সময় পতাকা নিয়ে কথা হয় খলিল বেপারির সঙ্গে। তিনি জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে পতাকা নিয়ে লালমোহনে এসেছেন তিনি। গত ৭ থেকে ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে পতাকা বিক্রি করতেন তিনি। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করেন তিনি। পতাকা বিক্রিতে প্রত্যাশা অনুযায়ী রোজগার হয়তো হয় না, কিন্তু মনে আনন্দ পান বলে জানান তিনি।
খলিল বেপারি আরও জানান, পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে তাঁর। শুধুমাত্র দিবসগুলোকে সামনে রেখেই রেখেই পতাকা বিক্রি করেন তিনি। অন্য সময়ে ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
খলিল বেপারি বলেন, ‘আমি আকার অনুযায়ী পতাকার দাম নেই। ১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা দামের পতাকা রয়েছে আমার কাছে। বাচ্চাদের জন্য তৈরি করা ১০ টাকার পতাকার চাহিদা বেশি। তাদের হাতে লাল সবুজের পতাকা তুলে দিয়ে মনে আমি দারুণ প্রশান্তি পাই।’
এই মৌসুমি পতাকা বিক্রেতা জানান দেশের প্রতি ভালোবাসা থেকে জাতীয় দিবসগুলো কেন্দ্র করে পতাকা বিক্রি করেন তিনি।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলার আকাশে ওড়ে লাল-সবুজের পতাকা। বিজয়ে দিবসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়।
অনেকে ব্যক্তিগতভাবে শখ করেও বাসা-বাড়ির ছাদ, মোটরসাইকেল ও গাড়ির সামনে পতাকা লাগান।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস কিংবা জাতীয় শোক দিবসের আগে পতাকা বিক্রি করতে দেখা যায় একশ্রেণির মৌসুমি বিক্রেতাকে। তাঁদেরই একজন মাদারীপুরের খলিল বেপারি। গত মঙ্গলবার সকালে বাঁশের লাঠিতে ছোট-বড় নানা আকৃতির পতাকা ঝুলিয়ে ভোলার লালমোহনের সদর বাজারে তিনি বিক্রি করছিলেন।
এ সময় পতাকা নিয়ে কথা হয় খলিল বেপারির সঙ্গে। তিনি জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে পতাকা নিয়ে লালমোহনে এসেছেন তিনি। গত ৭ থেকে ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে পতাকা বিক্রি করতেন তিনি। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করেন তিনি। পতাকা বিক্রিতে প্রত্যাশা অনুযায়ী রোজগার হয়তো হয় না, কিন্তু মনে আনন্দ পান বলে জানান তিনি।
খলিল বেপারি আরও জানান, পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে তাঁর। শুধুমাত্র দিবসগুলোকে সামনে রেখেই রেখেই পতাকা বিক্রি করেন তিনি। অন্য সময়ে ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
খলিল বেপারি বলেন, ‘আমি আকার অনুযায়ী পতাকার দাম নেই। ১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা দামের পতাকা রয়েছে আমার কাছে। বাচ্চাদের জন্য তৈরি করা ১০ টাকার পতাকার চাহিদা বেশি। তাদের হাতে লাল সবুজের পতাকা তুলে দিয়ে মনে আমি দারুণ প্রশান্তি পাই।’
এই মৌসুমি পতাকা বিক্রেতা জানান দেশের প্রতি ভালোবাসা থেকে জাতীয় দিবসগুলো কেন্দ্র করে পতাকা বিক্রি করেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে