Ajker Patrika

আখ নিচ্ছে না চিনিকল চলছে গুড় উৎপাদন

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ২০
আখ নিচ্ছে না চিনিকল চলছে গুড় উৎপাদন

পীরগঞ্জের কৃষকদের কাছ থেকে চলতি মৌসুমে এখনো আখ নেওয়া শুরু করেনি চিনিকলগুলো। যার ফলে পাওয়ার ক্রাশার দিয়ে আখমাড়াই করে গুড় তৈরির ধুম পড়েছে। স্থানীয় কৃষক পরিবারগুলো আখমাড়াইয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছে। এ কাজে উপজেলার বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২টি পাওয়ার ক্রাশার ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গুড়ের দাম বেশি হওয়ায় পীরগঞ্জে রংপুর চিনিকলের জোন এলাকা মদনখালী ইউনিয়নের মাগুরা, ঠাকুরদাস লক্ষ্মীপুর, বড় ফলিয়া, বাবনপুর, কাফ্রিখাল, বড় আলমপুর ইউনিয়নের আলমপুর ও উজিরপুরসহ বেশ কিছু জায়গায় অবৈধভাবে দেদার আখমাড়াই করা হচ্ছে।

গত বছর রংপুর ও শ্যামপুর চিনিকল বন্ধ থাকায় জয়পুরহাট চিনিকল কৃষকদের উৎপাদিত আখ কিনে নেয়। কিন্তু এ বছর চিনিকল কর্তৃপক্ষের আখ নেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। এতে করে পীরগঞ্জের আখচাষিরা অনেকটাই হয়রানিতে পড়েছেন বলে অভিযোগ তাঁদের।

কৃষকেরা জানান, আখের ফলন পেতে তাঁদের প্রায় এক বছরের মতো অপেক্ষা করতে হয়। অন্যান্য ফসলের তুলনায় আখখেতে অনেক বেশি পরিশ্রম ও পরিচর্যা লাগে। তারপরও কৃষকের খুব একটা লাভ হয় না।

মদনখালীর মাগুরা গ্রামের চাষি সাইদুর রহমান বলেন, ‘আমরা আখ চাষ করে বিপদে পড়েছি। এক বছর ধরে কঠিন পরিশ্রম করে আবাদ করি আর চিনিকল কর্তৃপক্ষ তাদের মর্জি মাফিক আখ ফসল ক্রয় করে। এতে করে আমাদের আরেক ফসল চাষে যথেষ্ট বিঘ্ন ঘটে এবং অনেক সময় চলে যায়।’

বড় আলমপুর গ্রামের চাষি মোফাজ্জল হোসেন জানান, তাঁরা আগে চিনিকল থেকে ঋণ নিয়ে আখ চাষ করতেন। এখন তাঁদের ঋণ পরিশোধ হয়েছে। অবশ্য কিছু আখচাষির কমবেশি ঋণ রয়েছে। এ জন্য তাঁরা চিনিকলকে দিতে জমিতে আখ রেখেছেন।

নিজেদের উদ্যোগে গুড় তৈরির যুক্তি হিসেবে মোফাজ্জল বলেন, ‘আখমাড়াই করে গুড় বানিয়ে আমরা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করি। এতে লাভের মুখ দেখতে পাই এবং ওই জমিতে সময়মতো নতুন ফসল চাষ করতে পারি।’

ঠাকুরদাস লক্ষ্মীপুরের বকুল মিয়া আগে চিনিকল থেকে ঋণ নিয়ে আখ চাষ করতেন। এখন আর সেই ঋণ না থাকায় নিজের জমিতে চাষ করা আখ দিয়ে গুড় তৈরি করছেন। এ জন্য তিনি পাওয়ার ক্রাশার কিনে নিয়েছেন।

বকুল বলেন, চিনিকলে আখ বিক্রি করতে গিয়ে অনেক হয়রানি হতে হয়। এখন তিনি প্রতি মণ আখ ১৮০ টাকা দরে কৃষকদের কাছ থেকে কিনে গুড় তৈরি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত