বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা বানিয়েছেন মানিক মানবিক। প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, ১৬ বছরের এক কিশোর হেঁটে চলেছে। গন্তব্যে পৌঁছাতে হেঁটে যাওয়াই একমাত্র উপায়। তার এই গন্তব্যে আসে নানা বাধা। কেন তার এই যাত্রা এবং শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কি না—এসবের উত্তর পাওয়া যাবে সিনেমা হলে। ১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শিশুতোষ এ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
মুক্তি উপলক্ষে গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। এতে সিনেমার কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আতাউর রহমান প্রমুখ।
প্রিমিয়ার অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একজন দুর্বল মানুষ নামের গল্পগ্রন্থের একটি গল্প আজব ছেলে। আমি আমার মতো করে গল্প লিখি। নির্মাতা সেখান থেকে নিজের মতো করে চিত্রায়ণ করেন। এত ছোট একটা গল্পকে সিনেমায় রূপান্তর করেছেন, এটি নির্মাতার কৃতিত্ব। এটাই চলচ্চিত্র নির্মাতাদের ক্রিয়েটিভিটি।’
নির্মাতা মানিক মানবিক বলেন, ‘মুক্তিযুদ্ধের এত সুন্দর একটা গল্প। যেখানে কোনো মারামারি নেই, গোলাগুলি নেই, মুক্তিযোদ্ধা, রাজাকারদের লড়াই নেই। কিন্তু তারপরেও এটি মুক্তিযুদ্ধের গল্প। এটাই আমাকে বেশি আকৃষ্ট করেছে। দর্শকের কাছে ভালো লাগবে।’
তৌকীর আহমেদ বলেন, ‘সিনেমা নিয়ে দর্শকের একটা বিশেষ আকর্ষণের জায়গা—সিনেমাটি কার লেখা গল্পে নির্মিত হচ্ছে, কে পরিচালনা করছেন। এটা কিন্তু এমনি এমনি হয় না। কাজের গুণগত মানের কারণেই হয়। এই সিনেমাও দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’
নামভূমিকায় অভিনয় করা রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাস মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এর অংশ হতে পারা সত্যিই আনন্দের। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। সেই সময়ের কোনো গল্পে অভিনয় করছি, সেটিও আবার নির্মাণ করা হয়েছে মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা গল্পে। চলচ্চিত্রে এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।’
মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা বানিয়েছেন মানিক মানবিক। প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, ১৬ বছরের এক কিশোর হেঁটে চলেছে। গন্তব্যে পৌঁছাতে হেঁটে যাওয়াই একমাত্র উপায়। তার এই গন্তব্যে আসে নানা বাধা। কেন তার এই যাত্রা এবং শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কি না—এসবের উত্তর পাওয়া যাবে সিনেমা হলে। ১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শিশুতোষ এ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
মুক্তি উপলক্ষে গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। এতে সিনেমার কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আতাউর রহমান প্রমুখ।
প্রিমিয়ার অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একজন দুর্বল মানুষ নামের গল্পগ্রন্থের একটি গল্প আজব ছেলে। আমি আমার মতো করে গল্প লিখি। নির্মাতা সেখান থেকে নিজের মতো করে চিত্রায়ণ করেন। এত ছোট একটা গল্পকে সিনেমায় রূপান্তর করেছেন, এটি নির্মাতার কৃতিত্ব। এটাই চলচ্চিত্র নির্মাতাদের ক্রিয়েটিভিটি।’
নির্মাতা মানিক মানবিক বলেন, ‘মুক্তিযুদ্ধের এত সুন্দর একটা গল্প। যেখানে কোনো মারামারি নেই, গোলাগুলি নেই, মুক্তিযোদ্ধা, রাজাকারদের লড়াই নেই। কিন্তু তারপরেও এটি মুক্তিযুদ্ধের গল্প। এটাই আমাকে বেশি আকৃষ্ট করেছে। দর্শকের কাছে ভালো লাগবে।’
তৌকীর আহমেদ বলেন, ‘সিনেমা নিয়ে দর্শকের একটা বিশেষ আকর্ষণের জায়গা—সিনেমাটি কার লেখা গল্পে নির্মিত হচ্ছে, কে পরিচালনা করছেন। এটা কিন্তু এমনি এমনি হয় না। কাজের গুণগত মানের কারণেই হয়। এই সিনেমাও দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’
নামভূমিকায় অভিনয় করা রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘আমাদের সবচেয়ে গৌরবময় ইতিহাস মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এর অংশ হতে পারা সত্যিই আনন্দের। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। সেই সময়ের কোনো গল্পে অভিনয় করছি, সেটিও আবার নির্মাণ করা হয়েছে মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা গল্পে। চলচ্চিত্রে এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে