Ajker Patrika

ফকিরহাটে গাঁজাসহ পাঁচ যুবক আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৫৪
ফকিরহাটে গাঁজাসহ পাঁচ যুবক আটক

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা-পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন জায়গা থেকে মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই মাদক কারবারি বলে অভিযোগ পুলিশের।

ফকিরহাট মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার রাতে পিলজংগ ও টাউন-নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাগলা-শ্যামনগর একটি মাদ্রাসার নৈশপ্রহরী শেখ রাজু (২৫) ও শেখ ইয়াসিন (২২) কে গাঁজাসহ আটক করেছে।

এ ছাড়া গাঁজাসহ আটক হয়েছেন জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের সাব্বির শেখ (২৫), অপরদিকে, টাউন-নওয়াপাড়া এলাকার মো. তানভীর হোসেন (২০) ও লখপুর গ্রামের তানজির শেখকে (১৯) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ বিশয়ে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত