কালিহাতী ও ভূঞাপুর প্রতিনিধি
‘এক কেন্দ্রে যতগুলো ভোট আছে নৌকায় ততগুলো সিল পড়বে। অন্য কোনো প্রতীকে ভোট হবে না। নৌকায় সিল মারতে হবে প্রকাশ্যে টেবিলের ওপর’—এই বক্তব্য গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাইয়ের। তাঁর একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত শুক্রবার রাতে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউপির পাথাইকান্দি বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারে তিনি এ বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের ৪ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে তাঁকে বলতে শোনা যায়, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। ভোট না দিলে কোনো উন্নয়ন হবে না। অন্য কোনো মার্কায় কেউ ভোট দেওয়ার চেষ্টা কইরেন না। কাল থেকে মাসুদ (বিদ্রোহী প্রার্থী) জানি এলাকায় আসতে না পারে। আবোল-তাবোল মার্কায় আমরা কেউ ভোট দেব না, তাঁর নির্বাচনও করব না।
পুলিশ প্রশাসনসহ যেখানে যা লাগে সব আমি দেখব। ১ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১০০ ভোট। যদি ৩ হাজার ৫০০ ভোটও কাস্ট হয়, আমরা ওপেনে দেওয়ার জন্য চেষ্টা করব।’
ওই পথসভায় অংশ নিয়েছেন এমন অনেকেই জানিয়েছেন, নৌকা প্রতীকের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাঁকে পেটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আব্দুল হাই।
নির্বাচিত একজন জনপ্রতিনিধির এই বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে এর সমালোচনাও করেছেন।
এ বিষয়ে গোহালিয়াবাড়ি ইউপি আব্দুল হাই আকন্দের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিদ্রোহী প্রার্থী মাসুদ নৌকার লোকদের মারার কারণে রাগে বলে ফেলেছি।’
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা শুনেছি। এটা বলা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার থাকলে জেলা কমিটি সিদ্ধান্ত নেবে।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হোন আব্দুল হাই আকন্দ। ২৬ ডিসেম্বর ভূঞাপুরের নিকরাইল ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
‘এক কেন্দ্রে যতগুলো ভোট আছে নৌকায় ততগুলো সিল পড়বে। অন্য কোনো প্রতীকে ভোট হবে না। নৌকায় সিল মারতে হবে প্রকাশ্যে টেবিলের ওপর’—এই বক্তব্য গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাইয়ের। তাঁর একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত শুক্রবার রাতে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউপির পাথাইকান্দি বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচারে তিনি এ বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের ৪ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে তাঁকে বলতে শোনা যায়, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। ভোট না দিলে কোনো উন্নয়ন হবে না। অন্য কোনো মার্কায় কেউ ভোট দেওয়ার চেষ্টা কইরেন না। কাল থেকে মাসুদ (বিদ্রোহী প্রার্থী) জানি এলাকায় আসতে না পারে। আবোল-তাবোল মার্কায় আমরা কেউ ভোট দেব না, তাঁর নির্বাচনও করব না।
পুলিশ প্রশাসনসহ যেখানে যা লাগে সব আমি দেখব। ১ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১০০ ভোট। যদি ৩ হাজার ৫০০ ভোটও কাস্ট হয়, আমরা ওপেনে দেওয়ার জন্য চেষ্টা করব।’
ওই পথসভায় অংশ নিয়েছেন এমন অনেকেই জানিয়েছেন, নৌকা প্রতীকের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাঁকে পেটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আব্দুল হাই।
নির্বাচিত একজন জনপ্রতিনিধির এই বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে এর সমালোচনাও করেছেন।
এ বিষয়ে গোহালিয়াবাড়ি ইউপি আব্দুল হাই আকন্দের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিদ্রোহী প্রার্থী মাসুদ নৌকার লোকদের মারার কারণে রাগে বলে ফেলেছি।’
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা শুনেছি। এটা বলা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার থাকলে জেলা কমিটি সিদ্ধান্ত নেবে।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হোন আব্দুল হাই আকন্দ। ২৬ ডিসেম্বর ভূঞাপুরের নিকরাইল ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে