নুসরাত জাহান শুচি
বগুড়া জেলার শেরপুর উপজেলার ঘোষ বাড়ির ঘেটু ঘোষ, প্রায় ২৫০ বছর আগে প্রথম দই তৈরি আরম্ভ করলেন। তিনি প্রথম বানিয়েছিলেন টক দই। পরে তাতে চিনি মিশিয়ে তৈরি হলো চিনিপাতা দই।
ঘেটু ঘোষ কি তখন জানতেন তার এই দই কূটনীতিতে ভূমিকা রাখবে? কে বলতে পারে তিনি হয়তো কূটনীতির মানেও জানতেন না বা হয়তো জানতেন।
দই দিয়ে কূটনৈতিক সম্পর্ক! শুনতে অবাক লাগছে, না? অবাক লাগলেও সত্যি। এ তো আর যেমন তেমন দই নয়। বগুড়ার দই।
সম্প্রতি আম উপহার হিসেবে পাঠিয়ে নতুন করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পাঠিয়ে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার দৃষ্টান্ত রাজা-বাদশাহর আমল থেকেই চলে আসছে।
তারই ধারাবাহিকতায় পিছিয়ে ছিলেন না পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান। তিনি বগুড়ার দই উপহার হিসেবে পাঠিয়ে ব্রিটিশ কর্মকর্তার সহানুভূতি পেতে চেয়েছিলেন।
এর মাধ্যমে কেবল কূটনৈতিক সম্পর্ক যে ভালো হয়েছে তা নয়, বরং বগুড়ার দইয়ের প্রচারণাও হয়েছে। তাই ব্রিটিশ আমলেই ছড়িয়েছে বগুড়ার দইয়ের খ্যাতি। অর্থাৎ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে সবাই মুগ্ধ ছিল এর স্বাদে। সেই ষাটের দশকেই দেশের সীমানা ছাড়িয়ে মার্কিন মুল্লুকে পৌঁছে গেছে বগুড়ার দই। অর্থাৎ বগুড়ার দইয়ের অঘোষিত ব্র্যান্ডিং কিন্তু আইয়ুব খান করে গেছেন। আর এখন সেই দই বিশ্বে পেয়েছে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের খ্যাতি।
ঘেটু ঘোষ কি কখনো ভেবেছিলেন তার দই হবে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য?
কোনো দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতায় তৈরি পণ্যে তো কেবল তাদেরই অধিকার থাকে, যা নিশ্চিত করে জিআই পণ্যের স্বীকৃতি।
তবে কোনো পণ্যের জিআই স্বীকৃতি পেতে আবেদন করতে হয়। বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রমাণ করতে হয় পণ্যটি মৌলিকভাবে শুধু নির্দিষ্ট দেশেরই। তারপর আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের নিয়ম মেনে এ স্বীকৃতি দেওয়া হয়।
তবে দই-ই প্রথম নয়, বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। এরপর ইলিশ মাছ, ক্ষীরশাপাতি আম, মসলিন, চিনিগুঁড়া চাল, রাজশাহী সিল্ক, শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ, বিজয়পুরের সাদা মাটি, বাগদা চিংড়ি, রাজশাহীর ফজলি আম, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম।
এসব পণ্য কেবল দেশের পরিচয় তুলে ধরে, এমনটি নয়। বরং ভৌগোলিক নির্দেশক হওয়ায় এসব পণ্য রপ্তানি করে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। যা অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। তৈরি করে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। গর্বের চিহ্নস্বরূপ এসব ভৌগোলিক নির্দেশক যেন বাংলাদেশ ও বাংলার মানুষের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে।
লেখক: সাংবাদিক
বগুড়া জেলার শেরপুর উপজেলার ঘোষ বাড়ির ঘেটু ঘোষ, প্রায় ২৫০ বছর আগে প্রথম দই তৈরি আরম্ভ করলেন। তিনি প্রথম বানিয়েছিলেন টক দই। পরে তাতে চিনি মিশিয়ে তৈরি হলো চিনিপাতা দই।
ঘেটু ঘোষ কি তখন জানতেন তার এই দই কূটনীতিতে ভূমিকা রাখবে? কে বলতে পারে তিনি হয়তো কূটনীতির মানেও জানতেন না বা হয়তো জানতেন।
দই দিয়ে কূটনৈতিক সম্পর্ক! শুনতে অবাক লাগছে, না? অবাক লাগলেও সত্যি। এ তো আর যেমন তেমন দই নয়। বগুড়ার দই।
সম্প্রতি আম উপহার হিসেবে পাঠিয়ে নতুন করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পাঠিয়ে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার দৃষ্টান্ত রাজা-বাদশাহর আমল থেকেই চলে আসছে।
তারই ধারাবাহিকতায় পিছিয়ে ছিলেন না পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান। তিনি বগুড়ার দই উপহার হিসেবে পাঠিয়ে ব্রিটিশ কর্মকর্তার সহানুভূতি পেতে চেয়েছিলেন।
এর মাধ্যমে কেবল কূটনৈতিক সম্পর্ক যে ভালো হয়েছে তা নয়, বরং বগুড়ার দইয়ের প্রচারণাও হয়েছে। তাই ব্রিটিশ আমলেই ছড়িয়েছে বগুড়ার দইয়ের খ্যাতি। অর্থাৎ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে সবাই মুগ্ধ ছিল এর স্বাদে। সেই ষাটের দশকেই দেশের সীমানা ছাড়িয়ে মার্কিন মুল্লুকে পৌঁছে গেছে বগুড়ার দই। অর্থাৎ বগুড়ার দইয়ের অঘোষিত ব্র্যান্ডিং কিন্তু আইয়ুব খান করে গেছেন। আর এখন সেই দই বিশ্বে পেয়েছে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের খ্যাতি।
ঘেটু ঘোষ কি কখনো ভেবেছিলেন তার দই হবে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য?
কোনো দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতায় তৈরি পণ্যে তো কেবল তাদেরই অধিকার থাকে, যা নিশ্চিত করে জিআই পণ্যের স্বীকৃতি।
তবে কোনো পণ্যের জিআই স্বীকৃতি পেতে আবেদন করতে হয়। বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রমাণ করতে হয় পণ্যটি মৌলিকভাবে শুধু নির্দিষ্ট দেশেরই। তারপর আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের নিয়ম মেনে এ স্বীকৃতি দেওয়া হয়।
তবে দই-ই প্রথম নয়, বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। এরপর ইলিশ মাছ, ক্ষীরশাপাতি আম, মসলিন, চিনিগুঁড়া চাল, রাজশাহী সিল্ক, শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ, বিজয়পুরের সাদা মাটি, বাগদা চিংড়ি, রাজশাহীর ফজলি আম, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম।
এসব পণ্য কেবল দেশের পরিচয় তুলে ধরে, এমনটি নয়। বরং ভৌগোলিক নির্দেশক হওয়ায় এসব পণ্য রপ্তানি করে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। যা অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। তৈরি করে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। গর্বের চিহ্নস্বরূপ এসব ভৌগোলিক নির্দেশক যেন বাংলাদেশ ও বাংলার মানুষের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে।
লেখক: সাংবাদিক
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে