Ajker Patrika

খামার করে স্বাবলম্বী ইউনুচ

জহুরুল হক, লোহাগড়া (নড়াইল)
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ২৮
খামার করে স্বাবলম্বী ইউনুচ

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের নাওরা গ্রামের মো. ইউনুচ শরীফ (৪৮) কাঁচামালের ব্যবসা করেন। তিনি এখন নিজেই স্বাবলম্বী। এই সাফল্য তিনি অর্জন করেছেন গাভির খামার করে।

ইউনুচ শরীফ ২০০২ সালে নড়াইল জেলার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় তার চোখে পড়ে একটি গাভির খামার। তখনই তার মাথায় আসে নিজেই একটি গাভির খামার করবেন। এরপর তিনি স্ত্রী রেনুকা বেগমকে সঙ্গে নিয়ে নেমে পড়েন সেই কাজে।

ইউনুচ শরীফের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালে দুইটি ফ্রিজিয়ান গাভি নিয়ে শুরু হয় তাঁর খামারের কার্যক্রম। এখন সে ৪টি গাভি ও ৩টি বাছুরের মালিক। কাঁচা ঘাসের চাহিদা মেটাতে বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে চাষ করেছেন নেপিআর ঘাস। সেই ঘাস থেকে ৭টি গরুর খাবার হয়ে যায়। পাশাপাশি অবশ্য দানাদার খাদ্য খৈল, ভুসি ও ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর দুইটি গরু গাভিন আর দুইটি গাভি প্রতিদিনে ৩৫ কেজি করে দুধ দেয়।

ইউনুচ শরীফ জানান, তিনি বর্তমান ৫০ টাকা দরে দৈনিক ৩৫ কেজি দুধ বিক্রি করছেন। তাঁর মাসিক খরচ হয় গড়ে ৩০ হাজার টাকা। দুধ বিক্রি করে তাঁর আয় হয় ৫২ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, তিনি প্রতিটি বাছুর ৭০-৮০ হাজার টাকা করে বিক্রি করতে পারেন। শুধু গরু পালন করেই থেমে নেই তিনি। তিনি কাঁচামালের ব্যবসা করছেন। এ টাকা দিয়ে তিনি তিন ছেলে-মেয়েকে লেখাপড়া করাচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৬৫১টি খামার রয়েছে। এর মধ্যে নিবন্ধন ৬০টি এবং নিবন্ধন ছাড়া ৫৯১টি খামার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিন্নু রাইন বলেন, ‘কঠোর পরিশ্রম ও ধৈর্য থাকলে জীবনে সফলতা আসে ইউনুচ শরীফ এর উদাহরণ। আমরা সব সময়ই খামারিদের পাশে আছি। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সব সময়ই খামারিদের প্রয়োজন অনুযায়ী খামার গুলো পরিদর্শন করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত