শেষ হলো ‘অপরাজেয়’র শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর প্রথম সিনেমা ‘ঘুড্ডি’। ১৯৮০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া নিজের প্রথম সিনেমা দিয়েই তারকাখ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ অনেক সিনেমার সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। এবার ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। নাম ‘অপরাজেয়’। এ সিনেমা দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার। আফজালের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপা। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার।

বড় পর্দায় প্রথমবারের মতো আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আফজাল ভাই নির্মাতা হিসেবে যেমন অনন্য, অসাধারণ, সহশিল্পী হিসেবেও তেমনি অসাধারণ। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা জীবনের বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে। এই কাজের অভিজ্ঞতাটা আমার অভিনয় ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে বলে বিশ্বাস।’

সিনেমাটি নিয়ে আফজাল হোসেন বলেন, ‘সত্যি বলতে, সালাহউদ্দিন জাকী আমার অভিভাবকের মতো। তাঁর একটি সিনেমা বা নাটকে থাকা মানে আমার জন্য অনেক আনন্দের। বিষয়টিকে আমি এভাবেই দেখি।’

 কয়েক দিন আগে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমার শুটিং শেষ করেছেন আফজাল হোসেন। এ ছাড়া আফজাল হোসেনের নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’ আছে মুক্তির অপেক্ষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত