সভায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯: ১৫
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ১১

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। মেধা ও মননশীলতার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞানে গুণে এগিয়ে নিতে কাজ করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ মহামারি করোনাকালেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড।’

গতকাল ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট উচ্চবিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংসদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। সাধারণ মানুষের কল্যাণেই সরকার কাজ করে যাচ্ছে। যখন সারা বিশ্ব করোনার তাণ্ডবে স্তম্ভিত ঠিক সেই মুহূর্তে জনসাধারণের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করে করেছে।’

উদ্বোধন অনুষ্ঠানে বাগিরঘাট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদির হাসনাতের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত