মো. শামীম রেজা, রাজবাড়ী
পশু খামারিদের করোনাকালীন প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) মাসুদ আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, টাকা চাইতে গেলে তাঁদের মামলারও হুমকি দেওয়া হয়। সম্প্রতি এর প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকার প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেয়। বিষয়টি খামারিদের জানা ছিল না। জামালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এলএসপি মাসুদ এলাকার কমপক্ষে ৩০ জন খামারির কাছ থেকে মোবাইল সিম সংগ্রহ করে টাকা তুলে নিয়েছেন। নানা কৌশলে মাসুদ তাঁদের কাছ থেকে সিম নেন। কাউকে বলেছেন, সিম দিলেই প্রাণিসম্পদ অফিস থেকে টাকা দেবে। আবার বিকাশে একজন তাঁকে টাকা পাঠাবেন বলে সিম সংগ্রহ করেছেন।
বাধুলি খালকুলা এলাকার বাসিন্দা অহিদ শেখ জানান, মাসুদ তাঁর কাছে এসে মোবাইল নম্বরটি বিকাশ করা কি না জানতে চান। হ্যাঁ বললে মাসুদ বলেন, একজন বিকাশে টাকা পাঠাবে, এ জন্য সিমটি প্রয়োজন। টাকা তুলে সিমটি ফেরত দেবেন। সরল বিশ্বাসে সিম দেন। কিন্তু সিমটি আর ফেরত দেননি। পরে তিনি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির অফিসে গিয়ে সিমটি তুলে চালু করেন। এরপর মেসেজে দেখেন ২২ হাজার টাকা তাঁর নামে এসেছিল। ওই টাকা চাইতে গেলে মাসুদ মামলা করার হুমকি দেন।
একই এলাকার জসীম শেখ জানান, মাসুদ তাঁর একটি সিম নিয়েছিলেন গরুর খামারিদের টাকা দেবেন বলে। কিন্তু সিমটি আর ফেরত দেননি। সিম চাইলে বলে হারিয়ে গেছে। পরে সাংবাদিকের কাছে জানানো হবে বললে সিমটি ফেরত দেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য এলএসপি নিয়োগ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন মো. শাহীনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।
ইউএনও আম্বিয়া সুলতানা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো তদন্ত প্রতিবেদন পাননি।
অভিযুক্ত মাসুদ আহমেদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
পশু খামারিদের করোনাকালীন প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) মাসুদ আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, টাকা চাইতে গেলে তাঁদের মামলারও হুমকি দেওয়া হয়। সম্প্রতি এর প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকার প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেয়। বিষয়টি খামারিদের জানা ছিল না। জামালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এলএসপি মাসুদ এলাকার কমপক্ষে ৩০ জন খামারির কাছ থেকে মোবাইল সিম সংগ্রহ করে টাকা তুলে নিয়েছেন। নানা কৌশলে মাসুদ তাঁদের কাছ থেকে সিম নেন। কাউকে বলেছেন, সিম দিলেই প্রাণিসম্পদ অফিস থেকে টাকা দেবে। আবার বিকাশে একজন তাঁকে টাকা পাঠাবেন বলে সিম সংগ্রহ করেছেন।
বাধুলি খালকুলা এলাকার বাসিন্দা অহিদ শেখ জানান, মাসুদ তাঁর কাছে এসে মোবাইল নম্বরটি বিকাশ করা কি না জানতে চান। হ্যাঁ বললে মাসুদ বলেন, একজন বিকাশে টাকা পাঠাবে, এ জন্য সিমটি প্রয়োজন। টাকা তুলে সিমটি ফেরত দেবেন। সরল বিশ্বাসে সিম দেন। কিন্তু সিমটি আর ফেরত দেননি। পরে তিনি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির অফিসে গিয়ে সিমটি তুলে চালু করেন। এরপর মেসেজে দেখেন ২২ হাজার টাকা তাঁর নামে এসেছিল। ওই টাকা চাইতে গেলে মাসুদ মামলা করার হুমকি দেন।
একই এলাকার জসীম শেখ জানান, মাসুদ তাঁর একটি সিম নিয়েছিলেন গরুর খামারিদের টাকা দেবেন বলে। কিন্তু সিমটি আর ফেরত দেননি। সিম চাইলে বলে হারিয়ে গেছে। পরে সাংবাদিকের কাছে জানানো হবে বললে সিমটি ফেরত দেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য এলএসপি নিয়োগ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন মো. শাহীনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।
ইউএনও আম্বিয়া সুলতানা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো তদন্ত প্রতিবেদন পাননি।
অভিযুক্ত মাসুদ আহমেদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে