নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভবনের পাশ দিয়ে চলছে মানুষ। থেমে আছে গাড়ি। কয়েক হাত দূরে ফুটপাতে বসেছে দোকান। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা শিরিন ম্যানশনের আশপাশে সব যেন স্বাভাবিক। কেবল ভবনটির চারদিকে থাকা হলুদ ফিতা (ক্রাইম সিন এরিয়া) জানান দিচ্ছে এক সপ্তাহ আগের ভয়াবহ বিস্ফোরণের কথা।
শিরিন ম্যানশনের প্রধান ফটকে তালা। ভেতরে প্রবেশ নিষেধ। পথচলতি মানুষের ভয় না থাকলেও আশঙ্কা কাটছে না পাশের ভবনের দোকানি ও বাসিন্দাদের। ৫ মার্চ শিরিন ম্যানশনে বিস্ফোরণে ৩ জন নিহত ও ৫০ জন আহত হন।
গতকাল রোববার দুপুরে শিরিন ম্যানশনের সামনে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবনটির পাশ দিয়ে পথচারীরা চলাচল করছে। সামনের ফুটপাত ঘেঁষে একটি পিকআপ দাঁড় করানো। চালক নেই। পিকআপের পেছনে একটি বড় পাতিলে রান্না করা খাবার ও পানি। ভবনের উত্তর পাশের ফুটপাতে অন্তত ১০ জন হকার কাপড় নিয়ে বসেছেন। চলছে বেচাকেনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, এই এলাকায় চাইলেই জায়গা বদলানো যায় না। বিস্ফোরণের পর দুই দিন দোকান বন্ধ রেখেছিলেন। তারপর বসা শুরু করেছেন। তবে আগের তুলনায় বিক্রি কমেছে।
ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিউমার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ বলেন, পুলিশ সদস্যরা ১২ ঘণ্টা করে ভবনের সামনে দায়িত্ব পালন করেন।
পাশের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের বিসমিল্লাহ জেনারেল স্টোরের মালিক মো. মামুন হোসেন বিস্ফোরণের একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটির তিনতলার সব ভেঙেচুরে রাস্তায় পড়ে। তিনজন মানুষও ছিটকে পড়েন। তিনিও দোকানের মালপত্রের নিচে চাপা পড়েন। এখনো ঘটনাটি ভুলতে পারছেন না। ভবনটির দিকে তাকালেই ভয় লাগে। দোকান খুললেও বিক্রি কমে গেছে।
শিরিন ম্যানশনের আরেক পাশের ‘সুরাইয়া ড্রিম’ নামের ১৮ তলা ভবনের নিরাপত্তাকর্মী মো. ইসমাইল বলেন, বিস্ফোরণে এই ভবনের পশ্চিম পাশের নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত জানালার কাচ ভেঙে যায়। কয়েকটি দেয়ালে ফাটল ধরেছে। তিনতলার এক ভাড়াটে আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছেন।
শিরিন ম্যানশনে বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে তিনজন পপুলার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুর নবী। এ ছাড়া দগ্ধ ছয়জন ভর্তি রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা ভবনটি পাহারা দিচ্ছেন।তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। বিভিন্ন সংস্থার মতামত সংগ্রহ করা হচ্ছে। ডিএমপি কমিশনার একটি কমিটি গঠন করেছেন।
ভবনের পাশ দিয়ে চলছে মানুষ। থেমে আছে গাড়ি। কয়েক হাত দূরে ফুটপাতে বসেছে দোকান। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা শিরিন ম্যানশনের আশপাশে সব যেন স্বাভাবিক। কেবল ভবনটির চারদিকে থাকা হলুদ ফিতা (ক্রাইম সিন এরিয়া) জানান দিচ্ছে এক সপ্তাহ আগের ভয়াবহ বিস্ফোরণের কথা।
শিরিন ম্যানশনের প্রধান ফটকে তালা। ভেতরে প্রবেশ নিষেধ। পথচলতি মানুষের ভয় না থাকলেও আশঙ্কা কাটছে না পাশের ভবনের দোকানি ও বাসিন্দাদের। ৫ মার্চ শিরিন ম্যানশনে বিস্ফোরণে ৩ জন নিহত ও ৫০ জন আহত হন।
গতকাল রোববার দুপুরে শিরিন ম্যানশনের সামনে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবনটির পাশ দিয়ে পথচারীরা চলাচল করছে। সামনের ফুটপাত ঘেঁষে একটি পিকআপ দাঁড় করানো। চালক নেই। পিকআপের পেছনে একটি বড় পাতিলে রান্না করা খাবার ও পানি। ভবনের উত্তর পাশের ফুটপাতে অন্তত ১০ জন হকার কাপড় নিয়ে বসেছেন। চলছে বেচাকেনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, এই এলাকায় চাইলেই জায়গা বদলানো যায় না। বিস্ফোরণের পর দুই দিন দোকান বন্ধ রেখেছিলেন। তারপর বসা শুরু করেছেন। তবে আগের তুলনায় বিক্রি কমেছে।
ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিউমার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ বলেন, পুলিশ সদস্যরা ১২ ঘণ্টা করে ভবনের সামনে দায়িত্ব পালন করেন।
পাশের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের বিসমিল্লাহ জেনারেল স্টোরের মালিক মো. মামুন হোসেন বিস্ফোরণের একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটির তিনতলার সব ভেঙেচুরে রাস্তায় পড়ে। তিনজন মানুষও ছিটকে পড়েন। তিনিও দোকানের মালপত্রের নিচে চাপা পড়েন। এখনো ঘটনাটি ভুলতে পারছেন না। ভবনটির দিকে তাকালেই ভয় লাগে। দোকান খুললেও বিক্রি কমে গেছে।
শিরিন ম্যানশনের আরেক পাশের ‘সুরাইয়া ড্রিম’ নামের ১৮ তলা ভবনের নিরাপত্তাকর্মী মো. ইসমাইল বলেন, বিস্ফোরণে এই ভবনের পশ্চিম পাশের নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত জানালার কাচ ভেঙে যায়। কয়েকটি দেয়ালে ফাটল ধরেছে। তিনতলার এক ভাড়াটে আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছেন।
শিরিন ম্যানশনে বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে তিনজন পপুলার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুর নবী। এ ছাড়া দগ্ধ ছয়জন ভর্তি রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা ভবনটি পাহারা দিচ্ছেন।তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। বিভিন্ন সংস্থার মতামত সংগ্রহ করা হচ্ছে। ডিএমপি কমিশনার একটি কমিটি গঠন করেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে