পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা বেড়েছে। গত বুধবার রাতে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত ১৫ দিনে উপজেলার ৪টি বাড়িতে ঘটেছে এমন ঘটনা। একের পর এক এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অপরাধীদের দ্রুতই আটক করা হবে।
জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের বোয়ালিয়া রোডের পাশে সন্তোষ বিশ্বাসের বাড়িতে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। এতে সন্তোষ বিশ্বাস (৬৫), পল্লি চিকিৎসক দীপঙ্কর বিশ্বাস (৩৫), তার স্ত্রী স্মৃতি বিশ্বাস (২৮) ও ৯ মাসের শিশুকন্যা দিবীশা অজ্ঞান হয়ে যায়।
এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে নগদ সাড়ে ৬২ হাজার টাকা, ৪ ভরি সোনার গহনা, পিতল-কাঁসার পাত্র লুটে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছে। পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের মৃত বক্স গাজীর পুত্র আব্দুল হামিদ গাজীর বাড়ির লোকজন তাদের বাড়ির দুটি রুমে ঘুমিয়ে পড়েন। আব্দুল হামিদ গাজী জানান, আমাদের ঘরের জানালা খোলা থাকায় রাত আনুমানিক ২টার দিকে চেতনানাশক স্প্রে করে বলে ধারণা করছি।
আমার জ্ঞান ফিরলে দেখি আমাদের পরিবারের লোকজন সবাই হাসপাতালে। আব্দুল হামিদ গাজীর স্ত্রী রেহানা বেগম জানান, আমরা অচেতন হয়ে পড়লে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা সোনার গয়না, নগদ ১৭ হাজার টাকা ও কানে থাকা দুল খুলে নিয়ে পালিয়ে যায়। গত ৮ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক সেনা কর্মকর্তার বাড়িতে সেনা সদস্যসহ পরিবারের চার সদস্যকে চেতনানাশক স্প্রে করে বাড়িতে থাকা গয়না ও টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার লস্কর ইউপির উত্তর খড়িয়ার অজিত গাইনের বাড়িতে একই কায়দায় নগদ ৬০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পাইকগাছা থানার ওসি শফী জানান, চেতনানাশক স্প্রে করে মানুষের সম্পদ চুরি করে নেওয়ার বিষয়টি আমি নিজেই তত্ত্বাবধান করছি। ভ্রাম্যমাণ ডিউটি বাড়ানো হয়েছে। শিগগির এই সংঘবদ্ধ চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।
পাইকগাছায় অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা বেড়েছে। গত বুধবার রাতে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত ১৫ দিনে উপজেলার ৪টি বাড়িতে ঘটেছে এমন ঘটনা। একের পর এক এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অপরাধীদের দ্রুতই আটক করা হবে।
জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের বোয়ালিয়া রোডের পাশে সন্তোষ বিশ্বাসের বাড়িতে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। এতে সন্তোষ বিশ্বাস (৬৫), পল্লি চিকিৎসক দীপঙ্কর বিশ্বাস (৩৫), তার স্ত্রী স্মৃতি বিশ্বাস (২৮) ও ৯ মাসের শিশুকন্যা দিবীশা অজ্ঞান হয়ে যায়।
এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে নগদ সাড়ে ৬২ হাজার টাকা, ৪ ভরি সোনার গহনা, পিতল-কাঁসার পাত্র লুটে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছে। পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের মৃত বক্স গাজীর পুত্র আব্দুল হামিদ গাজীর বাড়ির লোকজন তাদের বাড়ির দুটি রুমে ঘুমিয়ে পড়েন। আব্দুল হামিদ গাজী জানান, আমাদের ঘরের জানালা খোলা থাকায় রাত আনুমানিক ২টার দিকে চেতনানাশক স্প্রে করে বলে ধারণা করছি।
আমার জ্ঞান ফিরলে দেখি আমাদের পরিবারের লোকজন সবাই হাসপাতালে। আব্দুল হামিদ গাজীর স্ত্রী রেহানা বেগম জানান, আমরা অচেতন হয়ে পড়লে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা সোনার গয়না, নগদ ১৭ হাজার টাকা ও কানে থাকা দুল খুলে নিয়ে পালিয়ে যায়। গত ৮ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক সেনা কর্মকর্তার বাড়িতে সেনা সদস্যসহ পরিবারের চার সদস্যকে চেতনানাশক স্প্রে করে বাড়িতে থাকা গয়না ও টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার লস্কর ইউপির উত্তর খড়িয়ার অজিত গাইনের বাড়িতে একই কায়দায় নগদ ৬০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পাইকগাছা থানার ওসি শফী জানান, চেতনানাশক স্প্রে করে মানুষের সম্পদ চুরি করে নেওয়ার বিষয়টি আমি নিজেই তত্ত্বাবধান করছি। ভ্রাম্যমাণ ডিউটি বাড়ানো হয়েছে। শিগগির এই সংঘবদ্ধ চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে