রাজশাহী প্রতিনিধি
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। থানা, জেলা ও বিভাগ পেরিয়ে স্কুলটি জাতীয় পর্যায়ে দেশসেরা প্রতিষ্ঠানের সম্মান অর্জন করল। দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সারা দেশের কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির প্রায় ২০ লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক ১ লাখের বেশি তথ্যচিত্র জমা পড়েছিল। গত সোমবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনসহ শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন হিসেবে ১ লাখ টাকা পুরস্কার, একটি ক্রেস্ট ও বিজয়ী সনদ গ্রহণ করেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। এ সময় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
অধ্যক্ষ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের কাছে যায়। তাঁদের স্মৃতিচারণামূলক সাক্ষাৎকার নেয়। বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের ভিডিও চিত্র ধারণ ও সম্পাদনা করে। এ কার্যক্রমের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে বলে মনে করেন তিনি।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি অনন্য অর্জন আমাদের।’
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। থানা, জেলা ও বিভাগ পেরিয়ে স্কুলটি জাতীয় পর্যায়ে দেশসেরা প্রতিষ্ঠানের সম্মান অর্জন করল। দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সারা দেশের কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির প্রায় ২০ লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক ১ লাখের বেশি তথ্যচিত্র জমা পড়েছিল। গত সোমবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনসহ শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন হিসেবে ১ লাখ টাকা পুরস্কার, একটি ক্রেস্ট ও বিজয়ী সনদ গ্রহণ করেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। এ সময় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
অধ্যক্ষ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের কাছে যায়। তাঁদের স্মৃতিচারণামূলক সাক্ষাৎকার নেয়। বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের ভিডিও চিত্র ধারণ ও সম্পাদনা করে। এ কার্যক্রমের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে বলে মনে করেন তিনি।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি অনন্য অর্জন আমাদের।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে