Ajker Patrika

দেশসেরা রাজশাহীর স্কুল

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৫: ৫৪
দেশসেরা রাজশাহীর স্কুল

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। থানা, জেলা ও বিভাগ পেরিয়ে স্কুলটি জাতীয় পর্যায়ে দেশসেরা প্রতিষ্ঠানের সম্মান অর্জন করল। দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সারা দেশের কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির প্রায় ২০ লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক ১ লাখের বেশি তথ্যচিত্র জমা পড়েছিল। গত সোমবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনসহ শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন হিসেবে ১ লাখ টাকা পুরস্কার, একটি ক্রেস্ট ও বিজয়ী সনদ গ্রহণ করেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। এ সময় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

অধ্যক্ষ অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের কাছে যায়। তাঁদের স্মৃতিচারণামূলক সাক্ষাৎকার নেয়। বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের ভিডিও চিত্র ধারণ ও সম্পাদনা করে। এ কার্যক্রমের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে বলে মনে করেন তিনি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি অনন্য অর্জন আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত