আব্দুল আউয়াল, বানারীপাড়া
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ত্রিমুখী কদমবাড়ী গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডল সফল এক সবজিচাষি। ৩০ বছর ধরে সবজি চাষ করছেন তিনি। এই শীতে তাঁর জমি হাসছে হরেক জাতের সবজিতে।
সরেজমিন জানা যায়, এক একর জমিতে সবজি চাষ করেছেন কৃষক নারায়ণ চন্দ্র মণ্ডল। তাঁর চাষ করা শীতকালীন সবজির মধ্যে আছে শালগম, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গোলমরিচ, কাঁচা মরিচ, মিষ্টি আলু, শিম, টমেটো, মুলা প্রভৃতি। এ ছাড়া চাষ করেছেন পালংশাক, কুমড়াশাক, লাউশাকসহ হরেক ধরনের শাক।
নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, ৩০ বছরের বেশি সময় ধরে নানা জাতের সবজি চাষ করছেন। তাঁর আয়ের প্রধান উৎস সবজির চাষাবাদ। এ ছাড়াও ধান চাষ করেন। এ বছর শুধু শালগম বিক্রি করে আয় করেছেন ১ লাখ টাকার বেশি। শালগমের পাশাপাশি অন্যান্য সবজি বিক্রি করেছেন প্রায় ২ লাখ টাকার। মিশ্র চাষ মানে একটা সবজির সঙ্গে অন্য সবজি একই জমিতে চাষ করেও সফল হয়েছেন তিনি।
নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমাদের গ্রামে অধিকাংশ লোকই সবজির আবাদ করেন। আমি ছাড়াও অন্যান্য চাষিরা কৃষি ও সবজি চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি কার্যালয় থেকে বেশি করে বীজ ও সার দেওয়া হলে ভালো হতো।’
বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শান্ত বলেন, ‘এবারের শীতে আমি প্রত্যেক ওয়ার্ডে ঘুরে দেখেছি শীতকালীন সবজি চাষ করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন।’
বানারীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়ন কৃষিক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। যাতায়াত সমস্যার কারণে সব জায়গায় যাওয়া কঠিন। তারপরও নৌকার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করি।’
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ত্রিমুখী কদমবাড়ী গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডল সফল এক সবজিচাষি। ৩০ বছর ধরে সবজি চাষ করছেন তিনি। এই শীতে তাঁর জমি হাসছে হরেক জাতের সবজিতে।
সরেজমিন জানা যায়, এক একর জমিতে সবজি চাষ করেছেন কৃষক নারায়ণ চন্দ্র মণ্ডল। তাঁর চাষ করা শীতকালীন সবজির মধ্যে আছে শালগম, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গোলমরিচ, কাঁচা মরিচ, মিষ্টি আলু, শিম, টমেটো, মুলা প্রভৃতি। এ ছাড়া চাষ করেছেন পালংশাক, কুমড়াশাক, লাউশাকসহ হরেক ধরনের শাক।
নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, ৩০ বছরের বেশি সময় ধরে নানা জাতের সবজি চাষ করছেন। তাঁর আয়ের প্রধান উৎস সবজির চাষাবাদ। এ ছাড়াও ধান চাষ করেন। এ বছর শুধু শালগম বিক্রি করে আয় করেছেন ১ লাখ টাকার বেশি। শালগমের পাশাপাশি অন্যান্য সবজি বিক্রি করেছেন প্রায় ২ লাখ টাকার। মিশ্র চাষ মানে একটা সবজির সঙ্গে অন্য সবজি একই জমিতে চাষ করেও সফল হয়েছেন তিনি।
নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমাদের গ্রামে অধিকাংশ লোকই সবজির আবাদ করেন। আমি ছাড়াও অন্যান্য চাষিরা কৃষি ও সবজি চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি কার্যালয় থেকে বেশি করে বীজ ও সার দেওয়া হলে ভালো হতো।’
বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শান্ত বলেন, ‘এবারের শীতে আমি প্রত্যেক ওয়ার্ডে ঘুরে দেখেছি শীতকালীন সবজি চাষ করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন।’
বানারীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়ন কৃষিক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। যাতায়াত সমস্যার কারণে সব জায়গায় যাওয়া কঠিন। তারপরও নৌকার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে