বড়দিনের নাটক ‘মেরিয়ান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চাচার মৃত্যুর খবর পেয়ে দেশে আসে জন। কবরে মোমবাতি দিতে গিয়ে সে প্রতিদিনই একটি মেয়েকে দেখতে পায়। নাম মেরিয়ান।

যে কবরে বাতি জ্বলে না, সেই কবরে মোম জ্বালিয়ে দেয় মেরিয়ান, প্রার্থনা করে। স্বল্পভাষী আর নরম স্বভাবের মেয়েটির প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে জন।

কিন্তু যতই সে কাছে যেতে চায়, ততই দূরে সরে যায় মেরিয়ান। এমন গল্পেই মেসবাহ উদ্দীন সুমন লিখেছেন বড়দিনের নাটক ‘মেরিয়ান’।

প্রচার হবে ২৫ ডিসেম্বর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে। জয়ন্ত রোজারিওর পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অর্ষা।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত