তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালার খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৭০ থেকে ৭৫ শতাংশের মতো। কিন্তু বিদ্যালয়ে সম্প্রতি মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্নার স্থাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এর পর থেকেই বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি এখন ৮৫ শতাংশের বেশি।
জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ওয়াই ওয়াশ (নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ) প্রকল্পের আওতায় উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্নার তৈরি করা হয়েছে। এ ছাড়া স্কুল ক্যাম্পেইন, শিক্ষকদের সঙ্গে ম্যানেজিং কমিটির মিটিংসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখে দৃশ্যমান পরিবর্তন ঘটিয়েছে।
এ বিষয়ে শৈব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী দে বলেন, ‘আগে ৭০ থেকে ৭৫ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হলেও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে এখন তা বেড়ে ৮৫ শতাংশের বেশি হয়েছে। উত্তরণের ওয়াশ প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত করায় এই এ সাফল্য এসেছে। বিদ্যালয়ে উপস্থিতির হারের পাশাপাশি রেজাল্টেও এর সুফল পাওয়া যাচ্ছে।’
ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিফাত ইয়াসমিন রিয়া, নবম শ্রেণির চৈতি মণ্ডল,৮ম শ্রেণির সাদিয়া খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘বড় আপুদের কাছে শুনেছি তারা স্কুলে এসে অনেক সমস্যায় পড়ত। কিন্তু আমরা স্কুল থেকে সব ধরনের সহায়তা পাই। কোনো সমস্যা হলে ম্যাডামের সঙ্গে কথা বলে সবকিছু পেয়ে যাই।’
শিক্ষার্থীর অভিভাবক সদস্য চায়না রানী নাথ বলেন, নারী শিক্ষার জন্য এটা খুবই জরুরি। দেশের সব স্কুলে এই ব্যবস্থা করা গেলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা পাওয়া যাবে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, ‘বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ন্যাপকিন কর্নার সময়োপযোগী পদক্ষেপ।
তালার খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৭০ থেকে ৭৫ শতাংশের মতো। কিন্তু বিদ্যালয়ে সম্প্রতি মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্নার স্থাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এর পর থেকেই বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি এখন ৮৫ শতাংশের বেশি।
জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ওয়াই ওয়াশ (নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ) প্রকল্পের আওতায় উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্নার তৈরি করা হয়েছে। এ ছাড়া স্কুল ক্যাম্পেইন, শিক্ষকদের সঙ্গে ম্যানেজিং কমিটির মিটিংসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখে দৃশ্যমান পরিবর্তন ঘটিয়েছে।
এ বিষয়ে শৈব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী দে বলেন, ‘আগে ৭০ থেকে ৭৫ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হলেও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে এখন তা বেড়ে ৮৫ শতাংশের বেশি হয়েছে। উত্তরণের ওয়াশ প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত করায় এই এ সাফল্য এসেছে। বিদ্যালয়ে উপস্থিতির হারের পাশাপাশি রেজাল্টেও এর সুফল পাওয়া যাচ্ছে।’
ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিফাত ইয়াসমিন রিয়া, নবম শ্রেণির চৈতি মণ্ডল,৮ম শ্রেণির সাদিয়া খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘বড় আপুদের কাছে শুনেছি তারা স্কুলে এসে অনেক সমস্যায় পড়ত। কিন্তু আমরা স্কুল থেকে সব ধরনের সহায়তা পাই। কোনো সমস্যা হলে ম্যাডামের সঙ্গে কথা বলে সবকিছু পেয়ে যাই।’
শিক্ষার্থীর অভিভাবক সদস্য চায়না রানী নাথ বলেন, নারী শিক্ষার জন্য এটা খুবই জরুরি। দেশের সব স্কুলে এই ব্যবস্থা করা গেলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা পাওয়া যাবে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, ‘বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ন্যাপকিন কর্নার সময়োপযোগী পদক্ষেপ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে