মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শিল্পাঞ্চলের জন্য চট্টগ্রামের উপকূলীয় এলাকার ২৬ হাজার একর সংরক্ষিত বন উজাড় হওয়ায় খাদ্য ও পানির সংকটে লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধে গাড়িচাপায় দুটি হরিণ মারা যায়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির চাপায় হরিণ দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার দুপুরে হরিণ দুটি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।
গত শুক্রবার সন্ধ্যায় জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর দুই-তৃতীয়াংশ বন ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। যেখানে প্রায় ১ হাজার ৫ মায়া হরিণ রয়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছে হরিণগুলো। এ ছাড়া খাদ্য ও মিঠা পানির সংকট প্রকট হয়েছে। এতে হরিণগুলো বনাঞ্চল ছেড়ে লোকালয়ে এসে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা জানান, উপকূলীয় প্রায় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন বেজা অধিগ্রহণ করে ফেলেছে। এর দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। বেড়িবাঁধের সড়কটি দিয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজে ব্যবহৃত যান চলাচল করে। এসবের চাপায় পিষ্ট হয়ে হরিণ মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মারা যাওয়া হরিণ দুটি স্ত্রী হরিণ। বয়স আনুমানিক বয়স ১০ বছর। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, দুটি হরিণ উপকূলীয় বন থেকে রাতের বেলা রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা গেছে। পরে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার করে হরিণ দুটি নিয়ে যান। বনের জীবজন্তু বিপন্ন হওয়ার ফলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। এসব বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রামের সমন্বয়ক এ এস এম জিয়াউর রহমান বলেন, ‘এত বড় বন সম্পূর্ণ উজাড় না করে বন্যপ্রাণী রক্ষার জন্য নির্দিষ্ট অভয়ারণ্য অক্ষত রাখা প্রয়োজন ছিল। অপরিকল্পিতভাবে জীবজন্তু বিলুপ্ত করে শিল্পায়ন হলে এর কুফল সবাইকে ভোগ করতে হবে।’
শিল্পাঞ্চলের জন্য চট্টগ্রামের উপকূলীয় এলাকার ২৬ হাজার একর সংরক্ষিত বন উজাড় হওয়ায় খাদ্য ও পানির সংকটে লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধে গাড়িচাপায় দুটি হরিণ মারা যায়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির চাপায় হরিণ দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার দুপুরে হরিণ দুটি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।
গত শুক্রবার সন্ধ্যায় জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজের জন্য উপকূলীয় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর দুই-তৃতীয়াংশ বন ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। যেখানে প্রায় ১ হাজার ৫ মায়া হরিণ রয়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছে হরিণগুলো। এ ছাড়া খাদ্য ও মিঠা পানির সংকট প্রকট হয়েছে। এতে হরিণগুলো বনাঞ্চল ছেড়ে লোকালয়ে এসে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা জানান, উপকূলীয় প্রায় ২৬ হাজার একর ম্যানগ্রোভ বন বেজা অধিগ্রহণ করে ফেলেছে। এর দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। বেড়িবাঁধের সড়কটি দিয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজে ব্যবহৃত যান চলাচল করে। এসবের চাপায় পিষ্ট হয়ে হরিণ মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মারা যাওয়া হরিণ দুটি স্ত্রী হরিণ। বয়স আনুমানিক বয়স ১০ বছর। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধারের পর মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, দুটি হরিণ উপকূলীয় বন থেকে রাতের বেলা রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা গেছে। পরে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার করে হরিণ দুটি নিয়ে যান। বনের জীবজন্তু বিপন্ন হওয়ার ফলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। এসব বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রামের সমন্বয়ক এ এস এম জিয়াউর রহমান বলেন, ‘এত বড় বন সম্পূর্ণ উজাড় না করে বন্যপ্রাণী রক্ষার জন্য নির্দিষ্ট অভয়ারণ্য অক্ষত রাখা প্রয়োজন ছিল। অপরিকল্পিতভাবে জীবজন্তু বিলুপ্ত করে শিল্পায়ন হলে এর কুফল সবাইকে ভোগ করতে হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে