Ajker Patrika

পিকআপে ট্রেনের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৭
পিকআপে ট্রেনের ধাক্কা, চালক নিহত

গত বুধবার রাত ২টা ৫৫ মিনিট। ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফেনী পৌরসভার বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করছিলেন পিকআপ ভ্যানের চালক আবদুল হালিম। মুহূর্তের মধ্যে এসে পড়ে একটি ট্রেন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে পিকআপ ভ্যানটি। এতে প্রাণ হারান চালক আবদুল হালিম।

নিহত হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

জিআরপি পুলিশের (ফেনী) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পিকআপ ভ্যানে ধাক্কা দেওয়া ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস। গুরুতর আহত অবস্থায় পিকআপচালক আবদুল হালিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান তৌহিদুল ইসলাম জীবনকে কর্তব্যে অবহেলার অভিযোগে আটক করেছে জিআরপি পুলিশ।

এর আগে ২০২০ সালের অক্টোবরে পাশাপাশি আরেকটি রেলক্রসিংয়ে মেইল ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সুজনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, ফেনীতে মোট ২৬টি রেলগেট রয়েছে। এসব গেটের গেটম্যানদের নিয়মিত মনিটরিং করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত