Ajker Patrika

শিশুর আঙুল উড়ে গেল ককটেল বিস্ফোরণে

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১: ২১
শিশুর আঙুল উড়ে গেল ককটেল বিস্ফোরণে

শরীয়তপুরে বাড়ির পাশে ফসলি জমি থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মাহিম (৬) নামের এক শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বুধবার জেলা সদরের আঙ্গারিয়া ইউনিয়নের উত্তর ভাসানচর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত মাহিমকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকেরা। আহত মাহিম আঙ্গারিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের আশ্রাফ আলী মল্লিকের ছেলে।

স্বজনেরা জানান, বুধবার দুপুরে মল্লিক বাড়ির পাশে ফসলি জমিতে খেলা করছিল মাহিম। এ সময় বলের মতো ককটেলটি কুড়িয়ে পায় সে। বল ভেবে ককটেল নিয়ে বাড়ি ফিরে আসে শিশু মাহিম। বাড়ির সামনে পৌঁছালে হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশে থাকা পরিবারের সদস্যরা শিশু মাহিমকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। ককটেল বিস্ফোরণে মাহিমের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হওয়াসহ পুরো হাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল উন্নত চিকিৎসার জন্য মাহিমকে ঢাকায় পাঠানো হয়েছে।

পালং থানার ওসি আকতার হোসেন বলেন, ‘খেলার বল ভেবে শিশুটি পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেল হাতে তুলে নেয়। বাড়ি ফেরার পর ককটেলটির বিস্ফোরণ ঘটলে শিশুটির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত