এবার চড়া মসলার বাজার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০৫: ৫১
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯: ১৮

ময়মনসিংহে সয়াবিন তেলের দাম কমলেও রোজার আগে বেড়েছে সব ধরনের মসলার দাম। দাম বাড়ার কারণ হিসেবে আমদানি কম থাকার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সঠিক তদারকির অভাবেই বাজারের এমন অবস্থা। গতকাল বুধবার সকালে নগরীর মেছুয়া বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

মেছুয়া বাজারের মাসুদ মিয়া বলেন, পেঁয়াজ, রসুন ও আদার দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৪০, ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা কমে ৩৫, দেশি রসুন ৫ টাকা কমে ৩৫, ইন্ডিয়ান রসুন ১০ টাকা কমে ১২০, আদা পাঁচ টাকা কমে ৬০ ও শুকনা মরিচ ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আকন্দ বলেন, ‘ব্যবসায়ীদের সিন্ডিকেট ও স্থানীয় প্রশাসনের তদারকি নেই বলেই বাজারে এ অবস্থা সৃষ্টি হয়েছে। বাজারে পণ্যের দাম বাড়লেও প্রশাসনের তদারকি তেমন চোখে পড়ে না। বাজার নিয়মিত তদারকি করলে হয়তো বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসত।’

মেছুয়া বাজারের মো. ইব্রাহিম স্টোরের বিক্রেতা ইব্রাহিম বলেন, বাজারে মসলার আমদানি কম। তাই দাম কিছুটা বেড়েছে। তবে কিছু কিছু মসলার দাম আবার কমতে শুরু করেছে।

এই বিক্রেতা জানান, সস ১৬০, ধনে ২০ টাকা বেড়ে ১২০, পাঁচফোড়ন ২০ টাকা বেড়ে ১৮০, তেজপাতা ৮০, পাকনায়া জিরা ৫০ টাকা বেড়ে ৩৭০, এলাচি ২০০ টাকা বেড়ে এক হাজার ৮০০, লং ১০০ টাকা বেড়ে এক হাজার ১০০, তিসি ১৩০, কাঁচা বাদাম ১৫ টাকা বেড়ে ৩৫, সরিষা ১০ টাকা বেড়ে ৯০, তোকমা ৭০, তিল ১৪০, সাদা সরিষা ১০০, কালোজিরা ২৮০, নতুন মরিচের গুঁড়া ৪০ টাকা বেড়ে ১৭০, হলুদের গুঁড়া ১০ টাকা বেড়ে ১৪০, ধনে গুঁড়া ৩০ টাকা বেড়ে ১৪০, হাইব্রিড জিরা ৩০ টাকা বেড়ে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ইব্রাহিম আরও বলেন, দেশি মসুর ডাল ১১০, ক্যাঙারু মসুর ডাল ১২০, ফুটবল মসুর ৯৫, ভাঙা মসুর ৯০, মুগডাল ১২০, ভাঙা মাষকলাই ১১২, মাষকলাই ডাল ৮০, খেসারি ৭০, বুট ৭০, অ্যাংকর ৫২ ও ছোলা বুট ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জরিমানার পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের সতর্কও করা হচ্ছে।’ তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত