Ajker Patrika

ভাইকে অপহরণের ৬ বছর পর আরেক ভাই অপহৃত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১১: ৩৯
ভাইকে অপহরণের ৬ বছর পর আরেক ভাই অপহৃত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাড়ি থেকে নুর আহমদ (৪০) নামের এক কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের লংগদুরমুখ এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। হাফ প্যান্ট পরিহিত অস্ত্রধারীরা মুখোশ পরা ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নুর আহমদ উপজেলার বাঁকখালী মৌজার কালাচাঁদ বাপের চরের মৃত নাদেরুজ্জামানের ছেলে। ঘটনার সময় বাড়িতে নুর আহমদসহ ৬ জন নারী-পুরুষ ছিলেন। অপহরণের ঘটনায় বাকিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এর আগে ২০১৬ সালে তাঁর ভাই ফরিদুল ইসলামকেও বাড়ি থেকে অপহরণ করেছিল সশস্ত্র ব্যক্তিরা। পরে ৭৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে ছাড়িয়ে আনা হয়।

দোছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, অপহরণের খবর পেয়ে তিনি সকালেই নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থাকেও বিষয়টি অবহিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ৮-১০ জন মুখোশ ও হাফপ্যান্ট পরা সশস্ত্র ব্যক্তি নুর আহমদের বাড়ি ঘেরাও করে। পরে বাড়িতে থাকা ৬ জনের মধ্যে শুধু নুর আহমদকে ঘুম থেকে উঠিয়ে চোখ বেঁধে উত্তর দিকে নিয়ে যান। অপহরণকারীদের সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ও ১ জন সাধু ভাষায় বলেছিলেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন, ঘটনার আগে তার এলাকার ১১ নম্বর রাবার বাগানের পাশে শ্রমিকদের সঙ্গে অপহরণকারীরা মুখোমুখি হয়ে ছিল বলে তিনি জেনেছেন। তারা দক্ষিণ দিক থেকে বাইশারী ইউনিয়নের হরিনখাইয়ার আগা হয়ে উত্তর দিকে যাচ্ছিল। তাদের দিকে তাকানোর কারণে রাবার শ্রমিকদের মারধর করে ১টি মোবাইলও কেড়ে নেয় অস্ত্রধারীরা। বিষয়টি তিনি থানার ওসিকে অবহিত করেছেন।

থানার ওসি টানটু সাহা অপহরণের কথা নিশ্চিত করে বলেন, তিনি অভিযোগ পেয়ে নুর আহমদকে উদ্ধারে অভিযানে নেমেছেন। তাঁকে মুক্ত করতে পুলিশ সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত