টিসিবির পণ্য বিক্রি শুরু

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩: ২৪
Thumbnail image

বাগেরহাট এবং ফরিদপুরে গতকাল থেকে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। এতে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন ক্রেতারা। রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট : গতকাল রোববার সকালে জেলা খাদ্যগুদাম থেকে ডিলারদের মধ্যে প্যাকেট করা পণ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্তদের মধ্যে এই টিসিবির পণ্য বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনতোষ কুমার মজুমদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তাঁরা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আগে লাইনে দাঁড়িয়ে, টিসিবির পণ্য পেতে হতো। নানা ধরনের বিড়ম্বনাও ছিল। কিন্তু এখন আমাদের কার্ড দেওয়া হয়েছে, কার্ড নিয়ে আসলাম ডিলার আমাদের পণ্য দিলেন। কার্ডে প্রথম দিনের পণ্য পাওয়ার তথ্য লিখে দিলেন। আবার কবে পণ্য পাব, তাও জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।

টিসিবির ডিলার রাসেল বলেন, আগে আমাদের পণ্য প্যাকেট করতে হতো, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো, অনেক সময় পণ্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। তাঁদের সামাল দিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হতো। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট করে আমাদের দেওয়া হচ্ছে। উপকারভোগীও নির্দিষ্ট এই কারণে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা পণ্য বিক্রি করতে পারছি। উপকারভোগীরাও খুশি হচ্ছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রথম দিনে জেলায় ৬ হাজার উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলার ৮১ হাজার ৯১৩টি পরিবার স্বল্প মূল্যে টিসিবির পণ্য পাবে। প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাবেন। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৬০ টাকা।

পণ্য পেতে সুবিধাভোগীদের ভিড়

বালিয়াকান্দি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দির ইসলামপুরে টিসিবির পণ্য কেন্দ্রে সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে সুবিধাভোগীদের ভিড় জমেছে।

গতকাল রোববার সকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান ৷ এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারসহ কার্যক্রম সংশ্লিষ্টরা।

প্রতি প্যাকেজে রয়েছে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল। যার মূল্যে নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা। গতকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্বে ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে এই পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে সারা দেশে।

পণ্য নিতে আসা এক সুবিধাভোগী জানান, আমাদের রোজগারের সঙ্গে দ্রব্যমূল্যর সামঞ্জস্য নেই। যার কারণে খুবই সমস্যার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, বালিয়াকান্দি উপজেলায় মোট ১১২৭৬ জনকে টিসিবির পণ্য দেওয়ার ধারাবাহিকতায় আজ ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মোট ১৪৫১ জনকে এই পণ্য দেওয়া হবে। সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছেন আশা করছি সুন্দরভাবেই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে।

পণ্য বিক্রির উদ্বোধন

নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় হতদরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮২০৬ জন কার্ডধারীকে এই পণ্য রমজান মাস পর্যন্ত দেওয়া হবে। পণ্যের মধ্যে রয়েছে ১১০ টাকা প্রতি লিটার মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি মূল্যে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি মূল্যে ২ কেজি মসুর ডাল। এগুলো ৩১ মার্চ পর্যন্ত চলবে।

এর সঙ্গে ৩ এপ্রিল থেকে ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা সংযুক্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এই উদ্যোগ স্বল্প আয়ের লোকদের জন্য এ সময়ে আশীর্বাদ হয়ে এসেছে।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত