Ajker Patrika

‘নির্বাচনে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না’

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ০৯
‘নির্বাচনে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না’

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ফেনী জেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, প্রার্থীদের আরও সহনশীল হতে হবে। কোনো ধরনের অনিয়ম-বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো চাপ নেই। সরকার চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তার সবই করা হবে। বিন্দু পরিমাণ ছাড়া দেওয়া হবে না।

পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-মামুন বলেন, ইউপি নির্বাচনের নিরপেক্ষতার প্রশ্নে ছাড় নেই। যিনি ভোটার নিয়ে আসতে পারবেন তিনিই নির্বাচিত হবেন। নির্বাচনে প্রভাবশালী মহলকে কোনো ছাড় দেওয়া হবে না।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দির পাটোয়ারী বলেন, নির্বাচনের দিন কোনো চেয়ারম্যান প্রার্থী নিজের ভোট দেওয়া ছাড়া কেন্দ্রে অবস্থান নিতে পারবেন না।

ফেনী সদর উপজেলার ১২ ইউপিতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তা নাসরীন সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত