Ajker Patrika

সিঁড়ি দিয়ে নামার সময় ব্যাগ থেকে টাকা হাওয়া

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩: ০৯
সিঁড়ি দিয়ে নামার সময় ব্যাগ থেকে টাকা হাওয়া

মুক্তাগাছায় ব্যাংক থেকে টাকা তুলে সিঁড়ি দিয়ে নামার সময় ১ লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কামরুন্নাহার নামে এক মহিলা মুক্তাগাছা সোনালী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে সিঁড়ি দিয়ে নামছিলেন।

এ সময় দুই মহিলা তাঁর পথ রোধ করেন এবং পেছন থেকে আরও দুজন মহিলা সিঁড়িতে জটলা পাকানোর চেষ্টা করেন। ভিড় ঠেলে নামার পর তাঁর ব্যাগের টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেন। ভুক্তভোগী মহিলা উপজেলার তারাটি ইউনিয়নের বাসিন্দা।

কামরুন্নাহার বলেন, ‘আমি ৫০০ টাকার দুটি বান্ডিলে মোট ১ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আমার ভ্যানিটি ব্যাগে রেখে নিচে নামতে থাকি। সিঁড়ি দিয়ে নামার সময় কয়েকজন মহিলা সিঁড়িতে জটলা তৈরি করে। ভিড় ঠেলে নিচে নেমে আমার ব্যাগে কোনো টাকা পাইনি। ব্যাংকের ম্যানেজার ও থানায় অভিযোগ করেছি।’

হামিদুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, ‘সোনালী ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় এ ধরনের দুর্ঘটনার কথা মাঝেমধ্যেই শোনা যায়।’

সোনালী ব্যাংক মুক্তাগাছা শাখার ম্যানেজার ফরিদুর রহমান বলেন, অভিযোগকারী মহিলা টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বাইরে চলে যান। কিছুক্ষণ পরে এসে তাঁর টাকা খোয়া গেছে বলে মৌখিকভাবে অভিযোগ করেছেন।

মহিলাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে প্রকৃতপক্ষে কী ঘটেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত