খুবি প্রতিনিধি
বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের আয়োজনে ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় কর্মসূচির শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি গণিত না এগোয়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি এগোবে না। কেননা গণিতকে কেন্দ্র করেই বিজ্ঞানের এত বিস্তৃতি। মনে রাখতে হবে গণিত এগিয়ে গেলে, বিজ্ঞানও এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব এখন ৪র্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। এ জন্য আমাদেরও ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে গণিতের প্রতি আগ্রহী হতে হবে। মন থেকে গণিত ভীতি দূর করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত চর্চা বাড়াতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘গণিত অলিম্পিয়াড কোনো কমপিটিশন নয়, এটি একটি উৎসব। করোনা মহামারি কাটিয়ে এ বছর এই অলিম্পিয়াড হচ্ছে, ভবিষ্যতে অংশগ্রহণকারী আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য এই অলিম্পিয়াড আয়োজন করায় গণিত ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।’
গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কল্যাণ কুমার দে।
বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের আয়োজনে ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় কর্মসূচির শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি গণিত না এগোয়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি এগোবে না। কেননা গণিতকে কেন্দ্র করেই বিজ্ঞানের এত বিস্তৃতি। মনে রাখতে হবে গণিত এগিয়ে গেলে, বিজ্ঞানও এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব এখন ৪র্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। এ জন্য আমাদেরও ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে গণিতের প্রতি আগ্রহী হতে হবে। মন থেকে গণিত ভীতি দূর করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত চর্চা বাড়াতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘গণিত অলিম্পিয়াড কোনো কমপিটিশন নয়, এটি একটি উৎসব। করোনা মহামারি কাটিয়ে এ বছর এই অলিম্পিয়াড হচ্ছে, ভবিষ্যতে অংশগ্রহণকারী আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য এই অলিম্পিয়াড আয়োজন করায় গণিত ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।’
গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কল্যাণ কুমার দে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে